০৫ এপ্রিল ২০২১

ওয়াহিদা খাতুন




 সনেট  স্রষ্টা নারীরও


বিশ্বব্রহ্মাণ্ডের সব সৃষ্টি-ই স্রষ্টার,

পুরুষতান্ত্রিক এ সমাজ ব্যবস্থায়

সর্বকালেই নারী বঞ্চিতা,অসহায়;

তাদের উপরে চলে যত অত্যাচার,

ধর্মের দোহাই দিয়ে তারা সর্বক্ষণ

জীবনসঙ্গিনীকে বানাই কৃতদাসী ;

সতীত্বের নামে নারী হয় বনোবাসী;

ধর্ম-ভয়ে সহ্য করে সব নির্যাতন !


আত্ম বিসর্জনে নারীর জান্নাত হয়,

ধর্মে-বিরুদ্ধচারী কার্যে পুরুষ লিপ্ত;

পাশবিক অত্যাচারে নারী থাকে ক্ষিপ্ত;

অজ্ঞতাবশত মনে সদা ধর্ম-ভয়;


নারী নয় ভোগ-বস্তু আছে তার মান--!

জ্ঞানচক্ষু দিয়ে দেখো শাস্ত্রের-বিধান--!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much