১৫ ফেব্রুয়ারী ২০২২

কবি শ্রীমতী সুপর্ণা চট্টোপাধ্যায়ে'র কবিতা






যাওয়া আর আসা


এ ধরায় অবিরাম চলে 
যাওয়া আর আসা।
কে কার খোঁজ রাখে,
কার গেল,কে কি হারালো,
কাকেইবা রেখে গেল,
কার কাছে?
আর যে চলে যায় 
তার জন‍্য কি সবাই কাঁদে?
সবাই করে হায় হায়?
আর যে পড়ে রয় তার কথা কেউকি ভাবে?
হয়তো ভাবে অন্তর্যামী।
শুধু পড়ে রয় সুখ দুঃখের স্মৃতিখানি।
তাঁর কর্ম,তার ব‍্যস্তজীবনের তিক্ততা,
অর্থ উপার্জনের উপায়,
পরিবারের সব কটি মুখে অন্ন যোগানোর দায়,
সুখ স্বাচ্ছন্দ্যের মোড়কে মুড়ে রাখার দায়,
যখন কেবল একারই ঘাড়ে,
তখন নিজের অস্তিত্বকে খুঁজে না পেয়ে এক চরম অবসাদের স্বীকার আচমকাই।
আর তার পরেই রোগভোগ 
বিছানায় মুখ থুবরে পড়া, 
শেষে পরিবারের কাছে এক বোঝা,
হারিয়ে যায় বেঁচে থাকার সবকটি ইচ্ছা।
কিন্তু এর জন‍্য দায়ী কে?
নিজ বুদ্ধির অভাব?
নিজেকে ভালো না বাসা?
পারিবারিক অবহেলা?
গোপন অভিমান?
না কি কঠিন ত‍্যাগ?
দেখতে দেখতে চলে আসে যাওয়ার সময়।
হয়তো এরই মাঝে নবাগতোর আবির্ভাব ভুলিয়ে দেয় সব শোক।