পটচিত্র
পটচিত্রের চিত্র তুমি.. কল্পনার মাধুরী!
বাহবার বাহাদুরি.. কেয়াবাৎ আহামরি!
সৌন্দর্যেরর আঁধার তুমি.. কবিতার রূপ কুমারী!
চিত্র শিল্পীর গুনমুগ্ধ মালোবিকায় মরি মরি!
যত মত,তত ভেদে সাজায় মনিমালায় মনিপুরী!
কেউ বলে চোখ যেন কথা বলে..বনলতা আঁখি মেলে!
রাতজাগা পাখির করুণ কাকলী..কাহিনীর কুসুম কুমারী!
গাঁয়েতে সুগন্ধ জড়িয়ে কেঁদেছিল মায়ামৃগ কস্তুুরী!
কেউ বলে ঠিক যেন হাসি রেখা যাদুকরী.. এক ফালি চাঁদ আঁকি!
কত না বলা অভিমানে বেদনার রাশি রাশি চিক চিক হাসি হাসি!
কেউ বলে, এলোচুল.. মিশ কালো মেঘদূত!
মাতাল বন উতাল সমীরণ.. না বোঝে পাগল মন!
দর্শকের করতালি,চাপা পড়ে রূপনগরের ঘটনার রচনার পদাবলি!
শিল্পী এঁকেছিল মনের মত.. মনন চিত্রালী!
চোখেতে লিখন এঁকেছিল..যাদুকরী মায়াবতী কাজলী কৃষ্ণকলি!
মুখেতে মাখিয়েছিল.. ঘন সবুজের শেওলা অর্কিড রকমারি!
হাসিতে হেসেছিল সঙ্গীত সুরে..ইরাবতী নদী ছন্দ চাতুরী!
চলনে নুপূরের ধ্বনিগতি প্রতিছিল.. হিজলের টুপ টুপ জল তরঙ্গের সুর!
মাদলের নেশার মহুয়ার অঙ্গের অঙ্গার..রূপবতী হীরামতি চুপ চুপ!
অবশেষে হেসেছিল অন্তরজামি.. গেয়েছিল গান আমি জানি জানি!
সুরের সাক্ষী শ্রোতা হৃদয়ে তুলেছিল..পদ্মরাগের সুরকলি!
মন ঘরে নেচেছিল চন্দ্রমূখী.. ঠমকে ঠমকে ঠুমরী!
সেই রাতে এসেছিল প্রেমিক পাগল দেবদাস!
চুপি চুপি বলেছিল..ঠিক তুমি রাতের রাণী রজনীগন্ধা উপহার!
ঢুলু ঢুলু ঘুম ভাঙ্গে..রাতের বাহবার কেয়াবাৎ!
কাঁদে যত কত রাত.. সকালের সূর্যমুখীর লজ্জার সুগন্ধি অনাহার!