১৩ নভেম্বর ২০২০

আশিস চক্রবর্তী'র অনুগল্প



পুরাতন ভৃত্য


ভোর বেলা মিত্র বাবুর বাড়ি হইচই পড়লো। ঘরের আলমারি ভেঙ্গে সব উধাও। ওনার স্ত্রী, হেঁড়ে গলায় কান্না জুড়ে বললেন - এ নিশ্চয় বুড়ো চাকরটার কাজ, আজ সারাদিন পাত্তা নাই। দাঁড়িয়ে দেখছো কি ! পুলিশে খবর দাও!

বউ এর কথা মতো মিত্র বাবু চাকরের বাড়ি পুলিশ নিয়ে গিয়ে দেখলেন ঘর ফাঁকা, কেউ নেই । এতে সন্দেহ টা আরো গাঢ় হলো।


হঠাৎ , ঘর ফিরতি রাস্তায় চাকর টার ছেলে টাকে দেখে ,রাগে দিক বিদিক জ্ঞান শুন্য হয়ে কলার ধরতে যাবেন , এমন সময় দেখলেন, তার পরনে সাদা থান । ছল ছলে চোখ নিয়ে ছেলেটা বললো -- সব শেষ। বাবা আর নেই। আপনাদের বাড়ি খবর পাঠাতে পারিনি। চিন্তা করবেন না , বাবার জায়গায় কয়েকদিন পর থেকে আমি কাজে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much