১৩ নভেম্বর ২০২০

জয়ন্ত দত্ত

পাতা খসে যায়

ক্যালেন্ডারের পাতা খসে পড়ে

মানুষের পদচিহ্ন পড়ে থাকে

পথের ধূলায়


কাল যার সাথে কথা হল

আজ সে সুদূর ঐ

                 বাঁধের ওপারে

পড়ে আছে শুধু দীর্ঘশ্বাস!


চলে যাওয়ার কত যে রঙবেরং-এর অজুহাত!


স্তব্ধ রাত্রিতে একাকী নিজের সাথে

কথা বলছি...কে যেন হঠাৎ-ই

দরজা খুলে দাঁড়ায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much