সীমান্তের সীমানা
আমি সীমান্ত,
ভবঘুরে আমার পরিচয়,
আমি ঘুরছি নগরীর অলিতে-গলিতে
কখনও রাজপথের ফুটপাত ধরে;
আমি ছুটছি
যুগ থেকে যুগান্তরে
ক্লান্তিহীন যুবকের মতো ,
প্রাণহীন শহরে ছুটে চলি
ভালবাসা নয় জীবিকার খোঁজে ,
মেঘ ভাঙা রোদে ঘর্মাক্ত শরীর
দেহের সবটুকু শক্তি
হয়তো এখুনি হবে নিঃশেষ
তবুও চলতে হবে।
নিজেকে প্রশ্ন করি
সীমান্ত তোমার সীমানা কতদূর।
খুব সুন্দর কবিতা
উত্তরমুছুন