১৩ নভেম্বর ২০২০

মধুমিতা রায়



চাঁদগন্ধী


আহ্লাদি চাঁদটা নারকেল পাতায় দোল খেতে খেতে মাঝে মাঝে টুপ করে দুচারটে আলোর দানা ছড়িয়ে দিল উঠোনের শিউলি গাছটার তলায়।


পরদিন সকালেই ম্যাজিক!

আলোর কণা গুলো হয়ে গেছে

ফুল! 


এসব কিছু অলকানন্দার ঝোপে বাসা বাঁধা মৌটুসিটা দেখেছিল।সে তার ছানাদের ওম দিতে দিতে চাঁদকে বলেছিল...আরে এদিকেও কিছু আলো চাই।


ব্যস,

অলোকানন্দার ঝোপ ভরে ফুটে উঠলো হলুদ হলুদ আলো।

ম্যাজিক!


জানলায় বসে বিষন্ন মেয়েটি তাকিয়েছিল

মাঝরাতে চাঁদের দিকে।

..... কই তুমি?

এ প্রশ্নের জবাব আসেনি আজ।


..... এই তো

মোবাইলের স্ক্রিনে সকাল হল।


আবার ম্যাজিক!

বিষন্ন মেয়ের গালে টোল

চোখে আলো

চাঁদ ঘুমোবার আগে রেখে গেছে বুঝি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much