পোস্টগুলি

অক্টোবর ১১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরী'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন" ২৫

ছবি
এ কান্ত মনেই লিখে চলেছেন লেখক ।  তার নিত্যদিনের  আসা  যাওয়া ঘটনার কিছু স্মৃতি কিছু কল্পনার মোচড়ে লিখছেন ধারাবাহিক উপন্যাস " টানাপোড়েন   " ।                                                                             টানাপোড়েন পর্ব ২৫                                                                                                 ধাক্কা                                             আ জকে স্কুল থেকে ফেরার সময় ট্রেনে রেখা বসার জায়গাই সে রকমভাবে পায় নি। যাও বা পেয়েছিল মানবিকতার খাতিরে সে জায়গাও ছেড়ে দিতে হয়েছে। মেজাজটা তাই খিটখিটে হয়ে আছে। জায়গাটা ছেড়ে দিয়েছে বলে নয়, আসলে ক্লান্তি শরীর মনকে গ্রাস করেছে। বাড়িতে ঢুকে হাজারোতর কাজ। নতুন কাজের মেয়ে সুমিতা সকালবেলায় আসে নি ।তখন থেকেই মেজাজ তিরিক্ষি হয়ে আছে ।এরপর স্কুলের ধকল ,ট্রেনের ধকল এসব করে মেজাজ হারিয়ে ফেলছে। এমন সময় মনোজ ফোন করে । কয়েকবার রিং হয়ে  যাওয়ার পরও যখন ফোন ধরছে না। তখন মনোজ টেক্সট করে ফোনটা তুলতে? এরপর আবার রিং হল ক্রিং ক্রিং ক্রিং। এবার হাতের কাজ ফেলে রেখা ফোন রিসিভ করে। 'হ্যাঁ বল?' মনোজ ব