পোস্টগুলি

এপ্রিল ৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৮

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৪৮ আমরা সবাই রাজা মমতা রায়চৌধুরী মনোজ আর রেখা, একান্তে বসে দুজনে কথা বলছে ঠিক তখনই  কলিংবেল বাজানোর আওয়াজ "জয় গনেশ ,জয় গনেশ ,জয় গনেশ দেবা"।  রেখা বলে 'এই সময় কে আসলো দেখো?' মনোজ বলল 'তাই তো ।দেখি তো ।আবার কলিং বেল বাজানোর আওয়াজ "জয় গনেশ, জয় গনেশ ,জয় গনেশ দেবা।"মনোজ সোফা ছেড়ে উঠতে উঠতে বলল "বাপরে বাপ ,যাচ্ছি ,যাচ্ছি।' দরজা খুলেই মনোজ অবাক হয়ে যায় 'পার্থ তুমি এত রাত্রে কি ব্যাপার?' 'আরে বাবা ,দরজার বাইরে দঁড়িয়েই সব  বলবো? না ভেতরে ঢুকবো?' মনোজ বলে "ছি :ছি :ছি :ছি :তাই তো  এসো ।ভেতরে এসো।' পার্থর হাতে প্যাকেট দেখতে পেল। মনোজ  বলল "কি ব্যাপার, আবার কিছু হলো নাকি?" "অনেক কিছুই ।এক ,সোনাই খুব খুশি সোনার হারটা পেয়ে ।তাই দাদা বৌদির কাছে আমরা একটা ট্রিট চেয়েছি।' মনোজ বলল' বাহ এতো দারুন ব্যাপার।' 'সে তো দারুণ ব্যাপার তবে আপনারাও বাদ যাচ্ছেন না ।ওটা আপনাদের কেও থাকতে হবে।' আর এই প্যাকেটে রেখা বৌদি অনেকদিন আগে ইলিশ মাছের কথা বলেছিল ,যে গঙ্গার ইলিশ মাছ খাবে, তা

কবি সুবর্ণ রায় এর কবিতা "বসন্তমাস"

ছবি
বসন্তমাস গাছগাছালিতে আগুন লাগা।  ভালোবাসায় রক্তাক্ত মন। চুড়ান্ত শিল্পটির নাম বসন্তমাস।

কবি সেলিম সেখ এর কবিতা "হাসি"

ছবি
হাসি সেলিম সেখ তোমার ওই হাসি মুখটি দেখতাম আমি যখন, কোথায় যেন হারিয়ে যেতাম থাকতো না হুঁস তখন। মুক্তমনের মুক্ত হাসি জুড়াতো মোর প্রাণ, তোমার হাসিতে চাঁদের হাসি হত যে তখন ম্লান। যখন দেখি তোমার মুখে থাকতো না কোনো হাসি, মন চাইতো তোমার কাছে যেনো ছুটে ছুটে আসি। মিষ্টি-মধুর কথার ছলে কেড়েছিলে মোর মন, সময়ের ক্রমে নিয়েছো জায়গা আমার হৃদয় কোণ। মোর হৃদয়ে তোমার নাম রয়েছে খোদাই করা,  থাকবে সেথা চিরকাল আসুক যতই খরা।

শামীমা আহমেদ এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৮৪

ছবি
ধারাবাহিক উপন্যাস  শায়লা শিহাব কথন  অলিখিত শর্ত (পর্ব ৮৪) শামীমা আহমেদ   গাড়ি থেকে নেমে শায়লার চলার গতি ধীর হয়ে যায়। কেমন যেন পায়ে বাধা নিয়ে চলছে। বুবলী ঠিক বুঝতে পারছে না শায়লা আপু কেন এতটা ম্রিয়মান হয়ে আছে।আজ এতদিন পর তার হাজবেন্ড আসছে তারতো অনেক হাসিখুশি থাকবার কথা। গাড়িতে না হয় রাহাত ভাইয়া আর  ড্রাইভার ছিল কিন্তু এখনতো আপুর মধ্যে একটু আগ্রহ আসা উচিত।বুবলী যেন শায়লার অনিচ্ছাতে পার্লারে এনেছে। ও ঠিক বুঝে উঠতে পারছে না কেন আপু এতটা নীরব ! বুবলী শায়লার হাত ধরে লিফটের দিকে এগিয়ে নিলো।কিন্তু শায়লা বারবার যেন পিছনে ফিরে কাউকে দেখবার চেষ্টা করছিল। লিফটে উঠে ওরা আটতলায় পার্লারে নামলো।  পার্লারে ঢুকতেই হেল্পিং মেয়েগুলো এগিয়ে এলো। তারা কি করতে চাইছে জানতে চাইল। বিয়ের সাজ না কোন পার্টি প্রোগ্রাম,না ম্যারিজ এনিভারসারি ? নাকি হলুদ না  পরিবারের কারো বিয়ে ? নাকি আজ বৌভাত, এটা কি নতুন বউ নাকি বাড়িতে  কোন আকদের আয়োজন ? তাদের মধ্যে কে বিয়ের কনে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নবাণে ওরা ওদের ক্লায়েন্টকে কাজে উৎসাহী করে তুলতে চাইছে। তারা দুজন কে কি করতে চায়।পার্লারে নানান রকম প্যাকেজ অফার শোনাতে লাগলো। বুব

কবি ফারজানা  আফরোজ এর কবিতা " সেলফি"

ছবি
সেলফি ফারজানা  আফরোজ  সেলফি তুলছি নদী,সাগর,পাহাড়ে সেলফি তুলছি ঘরে কভু বাহিরে সেলফি তুলছি হাটে-ঘাটে,বাজারে সেলফি তুলছি পার্কে,উদ্যানে সেলফি তুলছি গাড়িতে ঘুরতে। সেলফি তুলছি গ্রামে আর শহরে সেলফি তুলছি খেতে খেতে টেবিলে সেলফি তুলছি একা বা দল বেধে সেলফি তুলছি আলোচনা,পোগ্রামে সেলফি তুলছি কবরে বা শশ্বানে। সেলফির সাথে দিই কত রকম ক্যাপশন সেলফি তুলতে কভু ঘটে  অঘটন। সেলফি তুলতে সবাই যে অস্থির, সেলফির মত যেন নিজ নিয়েই ব্যস্ত। সেলফির এই যুগে রাখে কে কার খবর, সেলফির মত একা কভু লাগে এখন। সেলফিতে ভেসে ওঠে কত শত প্রিয় মুখ, সেলফিতে রয়ে যায় চলে যাওয়া বহু ক্ষণ।

Nj jsu

LOVE