পোস্টগুলি

এপ্রিল ১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোহাম্মাদ আবুহোসেন সেখ

ছবি
অবহেলা   চক্ষুর সম্মুখে দেখেছি ট্রেনে প্রতিবন্ধী ভিক্ষুককে ভিক্ষা করতে। গায়ছে গান মধুমাখা সুরে  কতক মানুষ দিচ্ছে দু-এক টাকা করে। খোদা এ তোমার কেমন লীলাখেলা মানুষ হয়েও অন‍্যের থেকে কেন আলাদা। বুট শুট পরা বাবুর কাছে হাত পাতিলো টাকা দিলই না তাকে ঠেলে ফেলে দিল। ভিক্ষুকটি মেঝেতে পড়ে কাঁদদে লাগলো একজন ফেরিওয়ালা ট্রেনে তুললো। আহারে বেচারা কতইনা দুঃখ কষ্ট পেল। এই গোটা দৃশ্য দেখতে দেখতে ট্রেন এসে থামলো ক‍্যানিং স্ট্রেশনে। যাইবার সময় ভিক্ষুক উচ্চসরে বললেন বুঝলেন বাবু,বুঝবে সেদিন,আসিবে যেদিন  আমারই জায়গাই যে। খোদার খেলা খোদায় জানে কখন কি করিবেন তিনি। এই বলে অদৃশ্য হলো ট্রেন থেকে  আর সজাগ করলেন মানবজাতির মনকে।