পোস্টগুলি

এপ্রিল ২৭, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস ১৬৪

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৬৪ আকাঙ্ক্ষিত বস্তুর জন্য মমতা রায় চৌধুরী আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেই ফ্রেশ হয়ে গোপালের ভোগ চাপিয়ে, গোপালকে শয়ন দিয়ে তাড়াতাড়ি চা বানাল। চা খেতে খেতে পেপারটা উল্টাতে লাগলো ।আজকাল পেপার পড়ার সময়ই পাওয়া যায়  না। পেপারের সম্পাদকীয় কলম টা খুব সুন্দর লিখেছেন। মন ভরে গেলো। অনেকদিন পরে একটা সুন্দর লেখা পেল। এরপর পাতা উল্টাতে উল্টাতে কবিতা। কবিতা পড়তে গিয়ে কবির নামই দেখা হয়নি। কবির নাম দেখে পছন্দ হবার নয়। একটি সত্যিকারের নাম ,না ছদ্মনাম? কে জানে?  তবে নামে কি এসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক তার সুগন্ধ তো ছড়াবেই। এই কবির কবিতা প্রথম পড়ল রেখা। মনে পড়ে গেল রেখার ও  কতলেখা   বাকি রয়ে গেছে, লেখা পাঠাতে হবে ।এদিকে অন্য আরেকটি পত্রিকার সম্পাদক পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বছরের কবিতা লিখতে বলেছেন। বেশ কয়েকটি পত্রিকায় লেখা পাঠানোর আছে।তাই কালবিলম্ব না করে লিখতে বসে গেল। রেখা যখন লিখতে বসে,তখন কোথা থেকে যে শব্দগুচ্ছ মনের ভেতরে তৈরী হতে থাকে নিজেও জানেনা ।কলম আপন তালে এগিয়ে চলে, কবিতার ক্যানভাসে ছবি আঁকে। এভাবে দুটো পত্রিকার জন্য রেখা লেখা কমপ্লিট করে ফেলে।

কবি আইরিন মনীষা এর কবিতা "বেদনার বালুচরে"

ছবি
বেদনার বালুচরে আইরিন মনীষা  বেদনার বালুচরে আছি একাকী  বেঁচে থাকা দায় ভালো থাকার আয়োজনেb নেই আর  কোনো সায়। ভাঙা মনে নেই আজ আর কোনো শান্তি ফেলে আসা দিন যেনো শুধুই এক ভ্রান্তি। সুখ পাখি রয়ে গেলো এখনো সেই অধরা ক্লান্ত শ্রান্ত মনে  তাই নেই শান্তির  পসরা দিন যায় রাত আসে চোখে নেই ঘুম ফেলে আসা দিনে যেনো  স্মৃতি কথার ধুম। আশা নেই তবু দেখি স্বপ্নের এক ভোর খুলে যদি কভু আবার খুশি মাখা দোর।

কবি শাহীন সুলতানা এর কবিতা "কখনো সমুদ্র কখনো পাহাড়"

ছবি
কখনো সমুদ্র কখনো পাহাড় শাহীন সুলতানা  কখনো কখনো তোমাকে জলের মতো পড়ে ফেলি...  যেন...শান্ত, স্থির, কমনীয় শিশিরের মতো স্নিগ্ধ তুমি।  আবার কখনো বিশাল অচলান্ত পর্বতের মতোন  আবিষ্কার করি। জানি, পর্বত ও সমুদ্র ধারণ করে;  তবুও সে কাঠিন্য ভেদ করে জলের সন্ধান করা দুঃসাধ্য বটে ! হয়তো আমারই ক্ষুদ্রতা !  মাঝে মাঝে ইচ্ছে করে..  কোনো এক জ্যোৎস্নার রাতে তোমাকে ভেঙেচুরে  চুরমার করে একেবারে ঢুকে পড়ি বুকের গহীনে... যেখানটিতে তুমি নীল পদ্মের গাছ লাগিয়েছিলে... ওখানটাতে একটা গোলাপের চারা লাগিয়ে দিই।

কবি এম, এইচ রহমান এর কবিতা "শাব্দিক ফুল"

ছবি
শাব্দিক ফুল এম, এইচ রহমান হঠাৎ পথের দ্বারে কুড়িয়ে পেয়েছিলাম- সেদিন,সাদা কাগজের মাঝে সাদামাটা- হাতের লেখা কয়েক টুকরো শাব্দিক ফুল। সযত্নে একত্রিত করে শব্দের মালা গেঁথে- খুঁজে পাই নির্ভুল একটি বাক্যের মূল। মৃত্যুপথযাত্রী কেউ লিখেছিলো- এই নশ্বর ধরাধামের বুকে খুঁজে না পেয়ে- তোমায়,বেলা শেষে অনশ্বর ধরাধামেই পাড়ি জমালাম- স্বর্গীয় উদ্যানে দাঁড়িয়ে থেকো তুমি- হাতে নিয়ে কোন স্বর্গীয় ফুলের মুকুল"

Hffvn

LOVE