কখনো সমুদ্র কখনো পাহাড়
শাহীন সুলতানা
কখনো কখনো তোমাকে জলের মতো পড়ে ফেলি...
যেন...শান্ত, স্থির, কমনীয় শিশিরের মতো স্নিগ্ধ তুমি।
আবার কখনো বিশাল অচলান্ত পর্বতের মতোন
আবিষ্কার করি। জানি, পর্বত ও সমুদ্র ধারণ করে;
তবুও সে কাঠিন্য ভেদ করে জলের সন্ধান করা
দুঃসাধ্য বটে !
হয়তো আমারই ক্ষুদ্রতা ! মাঝে মাঝে ইচ্ছে করে..
কোনো এক জ্যোৎস্নার রাতে তোমাকে ভেঙেচুরে
চুরমার করে একেবারে ঢুকে পড়ি বুকের গহীনে... যেখানটিতে তুমি নীল পদ্মের গাছ লাগিয়েছিলে... ওখানটাতে একটা গোলাপের চারা লাগিয়ে দিই।
অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইলো প্রিয় কবি। অসাধারণ প্রকাশ।।
উত্তরমুছুনবাংলা মায়ের গর্বিত সন্তান 💞
উত্তরমুছুনঅসাধারণ প্রকাশ 👌
উত্তরমুছুন