বেদনার বালুচরে
আইরিন মনীষা
বেদনার বালুচরে আছি একাকী
বেঁচে থাকা দায়
ভালো থাকার আয়োজনেb নেই
আর কোনো সায়।
ভাঙা মনে নেই আজ
আর কোনো শান্তি
ফেলে আসা দিন যেনো
শুধুই এক ভ্রান্তি।
সুখ পাখি রয়ে গেলো
এখনো সেই অধরা
ক্লান্ত শ্রান্ত মনে তাই
নেই শান্তির পসরা
দিন যায় রাত আসে
চোখে নেই ঘুম
ফেলে আসা দিনে যেনো
স্মৃতি কথার ধুম।
আশা নেই তবু দেখি
স্বপ্নের এক ভোর
খুলে যদি কভু আবার
খুশি মাখা দোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much