শাব্দিক ফুল
এম, এইচ রহমান
হঠাৎ পথের দ্বারে কুড়িয়ে পেয়েছিলাম- সেদিন,সাদা কাগজের মাঝে সাদামাটা-
হাতের লেখা কয়েক টুকরো শাব্দিক ফুল।
সযত্নে একত্রিত করে শব্দের মালা গেঁথে-
খুঁজে পাই নির্ভুল একটি বাক্যের মূল।
মৃত্যুপথযাত্রী কেউ লিখেছিলো-
এই নশ্বর ধরাধামের বুকে খুঁজে না পেয়ে- তোমায়,বেলা শেষে অনশ্বর ধরাধামেই পাড়ি জমালাম-
স্বর্গীয় উদ্যানে দাঁড়িয়ে থেকো তুমি-
হাতে নিয়ে কোন স্বর্গীয় ফুলের মুকুল"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much