পোস্টগুলি

মে ২৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস ১৭৪

ছবি
উপন্যাস  টানাপোড়েন   ১৭৪ ওদের ভালোবেসে মমতা রায় চৌধুরী উফ্ বাপরে বাপ অবশেষে কুড়িটা খাতা দেখা হলো। ও বাবা শিরদাঁড়াটা যেনো সোজা হচ্ছে না। মাথাটা এদিক ওদিক করে একটু এক্সারসাইজ করে নিল ।রেখা হাতের এক্সারসাইজটাও করে নিল। যন্ত্রণাটা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে এ যেন করোনাকেও হার মানাবে । আজকে মরণপণ প্রতিজ্ঞা করেছিল রেখা যে করেই হোক কুড়ি টাকা খাতা দেখতেই হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রেখা রাত সাড়ে বারোটা বাজে ।  এ বাবা এ যে বৃষ্টি শুরু হয়েছে ,বেশ মুষলধারে বৃষ্টি। রেখার মনে হল' কি ব্যাপার কুই কুই আওয়াজ হচ্ছে? ওরা কি (তুলি, মিলি ,পাইলট) বৃষ্টিতে ভিজছে,? শব্দের উৎস সন্ধান এর জন্য রেখা দরজাটা  খুলে দেখে' হ্যাঁ ,যা ভেবেছিল তাই । ব্যাটারা বৃষ্টিতে ভিজে একসার হয়েছে। কিন্তু আজকে ওরা বাইরেই বা কেন? কিছুক্ষণ চিন্তা করার পর ভাবল আজকাল তো ওরা ভেতরে থাকতে চায় না হয়তো ওই জন্যই মনোজ গেটের বাইরে রেখেছে। সারা রাত পাহারা দেয় ।নেহাতই বৃষ্টিটা এসে পড়াতে বেচারাদের শেল্টার ছিল না ,তাই এরকম আওয়াজ করছে। রেখা তাড়াতাড়ি গ্যারেজ ঘরটা খুলে দিল। আর একটা গামছা দিয়ে ওদের গা মুছে দিল। তারমধ্যে রেখা ভালো

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা "বিদ্রোহী"

ছবি
বিদ্রোহী শিবনাথ মণ্ডল বাংলা মায়ের  বিদ্রোহী সন্তান  দেশের স্বার্থে লড়ে কলমে তার আগুন ঝরে  শাসকের অত‍্যাচারে। দুঃখী মায়ের ' দুখু মিঞা বিদ্রোহের বার্তা ছড়ায়  গান গল্প কবিতা  শুনিয়ে বিপ্লবীদের জাগায় । শৃঙ্খল মুক্ত করতে মায়ের গায় মুক্তিরগান সেই গানেতে বিপ্লবীরা পায় যে শক্তি প্রাণ। শাসকেরা তোমায় বন্দি করে রাখে কারাগারে বিদ্রোহী বার্তা পৌঁছে দিলে দেশের ঘরে ঘরে। ভারতবাসীর অন্তর মাঝে ফুটেআছো সুগন্ধি ফুল লাখো লাখো সেলাম প্রণাম লহ প্রাণের নজরুল।।