
পরিতাপের বিষয়
এই পৃথিবীতে মানুষ ছাড়া অন্য সবাই উদার! নদীতে যখন বান ডাকে মুসলিম না হিন্দু এলাকা কোনো বাছবিচার করে না,
অবলীলায় ভাসিয়ে নিয়ে যায় সব এলাকাই।
বৃক্ষ যখন ছায়া দেয়,
তখন সেও কোনো হিসাব রাখে না -
তার ছায়াতলে হিন্দু না মুসলিম প্রাণ জুড়ালো কিংবা তার ফল কোন ধর্মের লোকে খাবে
তা বোঝে না সে, সব এলাকার ফলের স্বাদ
একই থাকে।
বন্য হিংস্র পশু যখন কাউকে আক্রমণ করে,
তখন কোন ধর্মের লোককে আক্রমণ করবে সেজন্য কোন পক্ষপাত করে না।
ফুল যখন ফোটে, তখন তার সৌন্দর্যে ও সৌরভে ধর্ম নির্বিশেষে সবাই আকুল হয়।
এমন তো শুনিনি কোথাও কখনো যে -
হিন্দু এলাকার বেলি ফুলের ঘ্রাণ মুসলিম এলাকার বেলি ফুলের ঘ্রাণ হতে ভিন্ন কিছু!
শুধু মানুষই বিভাজন করে মানুষকে ধর্মভেদে, কুলীনতা ভেদে, অথচ একজন মানুষ যখন
জন্ম নেয়, তখন সে মানবশিশু হিসেবেই
জন্ম নেয়! পরে সে হয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান বা অন্য ধর্মের।
পরিতাপের বিষয় এটাই, যে -
ভুলে যায় সে যে মানব ছিলো সে কথা,
তার রক্ত বা অন্য কোথাও মানব ছাড়া
অন্য কোনো ধর্মের অস্তিত্ব লিখা নেই,
যার ধর্ম সে পালন করে বলে মনে করে -
তাঁর অবস্থান এই হৃদয়ের মাঝেই,
তাঁকে ভালবেসে তাঁর সৃষ্টির সবকিছুই
ভালবাসতে হয়, নয়তো
এই ভালবাসার মানে নেই কোনো !