বিশ্বাস ভেঙ্গনা
মন ভেঙ্গে গেলে একবার,
জোড়া লাগেনা আর!
হয়না মনের সেলাই,
কিছু ভুল - হয়না মাশুল
বিশ্বাস ভাংতে নাই!
অবিশ্বাসে অশান্তির সংসার,
দেহ মন ভাঙ্গে সবার!
প্রেমের হয়রে ক্ষতি,
প্রেম ছাড়া - মন মরা
জীবনে সবার দূর্গতী!
অসতী অসতের জন্যে,
সতী সততার ভাগ্যগুণে!
সতী সুখ সমৃদ্ধি,
সংসারে শান্তি - থাকেনা বিভ্রান্তি
সত্য মতে প্রেম বৃদ্ধি!
প্রেমিক কে দিওনা ফাঁকি,
একদিন হয়ে যাবে একাকি?
বিশ্বাসের দাও প্রতিদান,
বিশ্বাস সত্য - প্রেমে নিত্য
স্বপ্ন সাজায় মনপ্রাণ!
বাঁধা ঘর ভেঙ্গে যায়,
যদি বিশ্বাস ভয়ে পালায়!
নিত্য মৃত্যু প্রেমে সবার,
প্রেম হীন - রাত দিন
কষ্টে - জীবন করে পার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much