আবছা হলে তুমি
একটা সময় ছিলে,
অনেক মনের কাছে।
এখন তুমি অনেক দূরে,
গোধূলি ম্লান আলো।
ক্রমশ তুমি আবছা হলে,
ধরা ছোঁয়ার বাইরে।
হঠাৎই স্পষ্ট হলে,
এক মনোজ্ঞ সেমিনারে।
আমি কেমন এলোমেলো,
জট পাকাচ্ছে ভাবনাগুলো।
তুমি মনের ভাষা এক পলকে
পড়তে গিয়ে হোঁচট খেলে।
তাতে ছিল না কোন আবেগ,
ছিল না কোন প্রত্যাশা।
শুধুই ছিল জিজ্ঞাসা?
আবছা তুমি আবছা।
বলতে পারি নি কেউ কাউকে।
তবু চোখের ভাষার ধূসরতা
খুঁজে পেতে চাইলো সেই সজীবতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much