অহং
আমি এমন কেন?
রঙহীন ,বিবর্ণ,
ঘোলাটে, ধোঁয়াটে, তামাটে।
সবকিছু কেমন যেন পোড়া পোড়া
ভস্ম, দগ্ধ স্থির পবনে
চারদিক কুয়াশ চাদরে মোড়ানো
কেমন যেন চাপ দিয়ে চলছে অবিরত।
আমি যতবার বেড়িয়ে আসতে চাই
ঝাঁটকা দিয়ে জাল চিরে
তত'ই গভীরে চরম বিষাদে
আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ি।
আমি এমন কেন?
নির্জীব, প্রাণহীন, হিম-শীতল অথবা পাথর, নিথর।
অস্তাচল নাবিকের মত হাল ছাড়া, পাল ছেঁড়া
কালের স্রোতে ভেসে চলা এক নর
যার চারপাশে বিশাল জলরাশি
গভীর নিভৃত পায়ের নিচে।
আশাহীন অসাড় মস্তিষ্ক
নয়নের মণি দুটো নিষ্প্রভ মলিন
ঝাপসা আর গোলকধাঁধায় যারা স্বপ্নহারা।
আমি এমন কেন?
যদ্যপি চাই সবকিছু খাঁখাঁ, ধূসর
বিষন্ন মরুভূমির মত জীবনহীন শুষ্ক।
যেন, বেলাভূমির উপর দাঁড়িয়ে থাকা
যুদ্ধে পরাজিত সৈনিকের মত ক্লান্ত কায়ায় পালিয়ে আসা এক পলাতক।
যে ছুটে চলেছি মরীচিমায়ায়।
হিতাহিত জ্ঞান শূন্য
অহং বলে আজ আর
আমার নেই কিছু অবশিষ্ট!
আমি,এমন কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much