সুখ নিদ্রা
মিষ্টি একটা গল্প হবি? হতেই তো পারিস,
তোর ইতল-বিতল গল্প শুনে
নিদ্রা যাবো রাতের কোলে!
নিদ্রা গেলে স্বপ্ন হবি? হয়েই দেখিস,
স্বপ্নে থাকবো কপল ছুঁয়ে
ঘুম ভাঙবে সেই আবেশ নিয়ে!
আবেশ গুলোকে মেখে নিবি? নিয়েই দেখিস,
পুলক জাগা তনুমনে
সকাল কেমন স্নিগ্ধ লাগে!
সকাল বেলার সুখ নিবি? নিতেই তো পারিস,
চোখের তারায় এক নিমেষে
ভরিয়ে দিবো রৌদ্র সুখে!
রৌদ্রমুখর দুপুর হবি? হতেই তো পারিস,
শীতল ছায়ায় উত্তাপ রেখে
ডাকবো তোকে রোদ্দুর বলে।
রোদ্দুর তুই গোধূলি হবি? এটুকু তো হতেই পারিস,
লাল সূর্যের সৌন্দর্য ছেড়ে
সন্ধ্যা হবি আমায় নিয়ে।
সন্ধ্যা ক্ষণে উদাস হবি? মাঝে মধ্যে হতেও তো পারিস,
বসবো দুজন নিবিড় করে
মন খারাপে রাত জড়িয়ে।
আবার রাতের গল্প হবি? নতুন গল্প হতেই পারিস,
জনম জনম তোর গল্প শুনে
সুখ নিদ্রা যাবো আমি মরণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much