
মানুষই ভগবান
মানুষের ধর্ম মানে আদর্শবোধ মূল্যবোধ সততা
মানুষের পাশে দাঁড়ানো সাহায্য করা
এর প্রকৃত অর্থ ধর্ম যার নাম মানবিকতা
এখানে সম্পূর্ণ হতে পারি আমরা
বিভিন্ন নামে ডাকতে পারি
কখনো ভগবান কখনো আল্লাহ কখনো যীশু খ্রীষ্ট।
যে সব মানুষের বিবেক ও চেতনাবোধ নেই,
তারা সম্পূর্ণ মানুষ নয়। ধর্মের নামে কুৎসা শুধু হয়।
চেতনা বোধ না থাকলে
মনুষত্ব তৈরি হয় না
তাই বেঁচে থাকার মাঝে নানান কিছু ভাবি আমরা
কখনো নানান উক্তি করে থাকি
চিত্রা না থাকলে বলি জ্ঞান নেই, তাই পশু।
আবার কখনো কোন মানুষ
জ্ঞানরুপ দেশলাই দ্বারা
সংসারের তথা মানুষের
অজ্ঞানতা দূর করে আলোর
পথ যারা দেখিয়ে থাকেন তারা মানুষ
নাম হতে পারে ধর্ম ,যিনি দিশা দেখান,
তিনি হচ্ছেন ভগবান আল্লাহ
বা যীশু খ্রীষ্ট হতে পারেন।
এই ভাবনাটা এখন অনেকটাই দিশাহীন
তাই মাতামাতি ধর্ম নিয়ে মানবিকতা নেই।
সবকিছুই ডাকছে
সমুদ্রর ঢেউ ডাকে
আমরা বলি গর্জন করছে
আমরা সকলেই ডাকি
তারমধ্যে এরকমটা হতে পারে
পাখি ডাকছে চঞ্চল অচঞ্চল পরিবেশে
কুকুর কাঁদছেতো কাঁদছেই চারপাশ জুড়ে
গরু ডাকছে, বিড়াল কাঁদছে
শিশু কাঁদছে কৃষক কাঁদছে
পাশের বাড়িতে কাঁদছে।
কেঁদে ওঠার সুর সব কিছুতেই
চারপাশ জুড়ে।
আমি-তুমি দেখেও দেখছি না, শুনেও শুনছি না।
প্রতি ঘরের দেয়ালে কান পেতেশোনো, দেয়ালও কাঁদছে।
তুমিঝ দ্যাখো, শুনেও শুনছে না, কেউ
গুমরে গুমরে কাঁদছে সবাই
শুধুই দেখছি ,ভাবছি না কেউ ই
যারা ভাবছি ,করার নেই কিছুই---
কান্নায় শুধুই এখন জল ।