বিদ্রুপ প্রেম
আমি কতবার পুড়েছি বিদ্রুপ প্রেমের
উল্লাসে,
বাড়াস না তুই আমার সেই পুরনো
মনের ক্ষত,প্রেম প্রেম প্রহসনে
চিতার দহনে জ্বলছি,জ্বলছি অবিরত।
তুমি কি নিয়েছ কখনো নিঃশ্বাসে অন্তর
পুড়ার বিকট গন্ধ,কেন কখনো কি
পড়নি তুমি বিরহ গাথা কবিতার
ছন্দ,হয়ত প্রেম মানেই দিয়ে যাওয়া
ফিরে চাওয়া মন্দ।
প্রেম বলতে নেই কিছু মনে হয় গল্প
প্রেমে কি সুখ আছে নাকি সব কল্প
কত চঞ্চলা মন স্তব্ধ করে ভালো
বাসার তন্ত্র,প্রেম মানে কাছে পাওয়ার
কাঙালের মূলমন্ত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much