হৃদয়কুঞ্জে
হৃদয়ের গোপন ঘরে যে জন করে বসবাস
কী এমন সাধ্য আমার তাকে করি উপহাস?
দেখা যায় না ছোঁয়া যায় না, যায় না কথাবলা
অনুভবে প্রতিক্ষণে তার পথেই চলা।
হবে দেখা বলবো কথা স্বপ্ন দেখি রোজ
খুঁজে বেড়াই জগতজুড়ে পাইনি আজো খোঁজ।
চুপি চুপি হৃদয়ে হাঁটে পাইনি পদচিহ্ন
প্রতিনিয়ত তার ধরন পাল্টে হচ্ছে ভিন্ন।
শব্দগুলো ফাটল তোলে বাজে হৃদয়-কানেও
সুর বাজেনা মনকাড়েনা অমরগাঁথা গানেও।
বুকের খাঁচার অচিনপুরে অচিন পাখির বাস
সকাল বিকাল খুঁজে ফিরি বছরের বারোমাস।
আপনমনে একলাই যে কত কথা শুনতে পাই
চেতন ফিরে দেখি আবার মন-মাধুরী পাশে নাই।
একতারাটা যখন বাজে শুনছি নিত্য করুণসুর
বেহালাটা বলছে কানে তার বসবাস অচিনপুর।
সুর সোহাগের জাদুতে বোনা ভালোবাসার গদি
তার বিহনে হৃদয়কুঞ্জে বইছে বিষাদনদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much