২৬ জানুয়ারী ২০২১

সুলতানা চৌধুরী পারু ( ইংল্যান্ড )



জন্ম হোক নতুন গল্পের 



সবাই তো ভালোবেসে দিতে চায় 

আমি না হয়.একটু আঘাতই দিব


দেখতে চাই তোমার কলম থেকে 

কতো ভালোবাসার কালি ঝরে.! 


ঝরে পড়ে পড়ুক অনবরত 

শিলা বৃষ্টির মতো

বৃষ্টি হয়ে ;


পৃষ্ঠা গুলো ভিজে গিয়ে কবিতার জন্ম হোক -জন্ম হোক নতুন গল্পের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much