পোস্টগুলি

জুলাই ২২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি মাসুদ করিম এর কবিতা "প্রতিক্ষায়"

ছবি
প্রতিক্ষায় মাসুদ করিম পথ পানে চেয়ে রই তোমারি  প্রতিক্ষায় ঠাই দাঁড়িয়ে আসবে  কখন তুমি মোর দারে, হৃদয় উতাল চঞ্চল আঁখি মেলে  দেখবো বলে তোমার ধুলায়  মাখা দুটি চরন। দিন যায় মাস যায় হয়নি শেষ  প্রতিক্ষার প্রহর আজো তোমারি  পথ পানে চেয়ে, হৃদয় ভরে উঠে চাপা কান্নায়  অশ্রু ঝরে দু নয়নে অবিরত  তোমার স্বরনে। আসো প্রিয় তুমি মোর দারে  দেখিবো তোমায় নয়ন ভরে  জুড়াবো হৃদয় খানি, কত রাত গেলো নিদ্রাহীন ভাবনার  ভেলায় ভাসিয়ে অন্তর সে তো  শুধু আমি জানি। এসো মোর প্রিয় দেখিতে তোমায়  এক পলক হয়েছি আজ তোমারি  দর্শন পিয়াসী, কি যাতনা অন্তরে তোমারে  দেখিবার তরে ওগো মোর  হৃদয়ে আসীন প্রিয়তম।

কবি জাবেদ আহমেদ এর কবিতা মন খারাপ 

ছবি
মন খারাপ  জাবেদ আহমেদ  আসে যদি ঝুমঝুমিয়ে বৃষ্টি।  উদাসদিন মেঘে মেঘে কালো আকাশ। বাঁচার নাই উচ্ছ্বাস  জীবনজুড়ে দুষিত বাতাস। পথে পথে রাজপথে পাড়ায় মহল্লাতে এক ভয়ংকর দুঃচিন্তা মন ভালো নেই মন খারাপ।