০৪ মার্চ ২০২১

হুমায়ুন কবির সিকদার




 ইতিহাসের বাঁকে



চার বছর চলেগেলো কত দ্রুত 

কারণে অকারণে ছিল কত ছুতো।


কেউ অন‍্যকেও নিজের মত ভাবে

কূট চাল চালে, যা বলুক সবে।


শত অপমানেও নাই কোন লজ্জা 

অপমানই যেন নিত‍্য সাজ-সজ্জা।


শত অপমানেও যায় নাকো মান

তাদের মান আবার পাহাড় সমান।


ইতিহাসের পিছনেও থাকে ইতিহাস 

ভালো কাজ গিলেখায় কিছু পাতিহাস।


সময় চলে যায় স্মৃতি তব থাকে

রমনার স্মৃতি রবে ইতিহাসের বাঁকে।

সুলতানা চৌধুরী পারু ( ইংল্যান্ড )




আকাশকে বলি


সাদা রঙের পড়তে পড়তে খুজি 

সাতটি রংএর মাঝে লিখি তোমার নাম

করিডোরে বাধে বাসা , শত ছিদ্রে যার পদায়ণ

ভালোবাসি তোমাকে এভাবেই করি নয়নের অধ্যায়ন। 


আকাশকে ডেকে বলি শুনাতে চাই

তোমার মনের না বলা সারা কথা বুঝে নিতে চাই 

সমস্ত যন্ত্রণা গুলো বিধাতার সুখ দিয়ে মুছে ফেলতে চাই ..

গগনে গগনে তারায় তারে , আমার মনের মাধুরীতে ছড়িয়ে দিতে চাই। 


কুসুমের বুকে অনুভব রেখে , সাত রঙের উষ্ণতায় তুষারে আঁচল উড়াইয়া দিতে চাই 

ভালোবাসার রঙে ভালোবাসার চোরাবালিতে তোমাকে নিয়ে গল্পের সাধ নিতে চাই। 

আত্মার কোটায় হৃদয়ের হিস্যা নিয়ে মনের মনিকোঠায় শ্বাসে শ্বাস রেখে দিতে চাই। 


স্বপনের নিঃশ্বাসে বিশ্বাস রেখে 

বিশ্বাসে তোমার মিলে মিশে থাকা ফুলের প্ররাগ মাখিতে চাই ! 

আজ ভরসার ছবিগুলো দু’আখিতে আমি আমারই মত বুজে নিতে চাই।

আমির হোসেন বাবু




নিষিদ্ধ স্লোগান



ভালো থাকার মিছিলে, তুমি এক নিষিদ্ধ স্লোগান,

পৃথিবীর সমুখে তোমাকে উচ্চারণ করবার অধিকার নেই।

তোমাকে আমি আবৃত্তি করি অন্ধকারে, 

রাত্রি নামলেই-

পৃথিবীর সাথে গড়ে দিয়ে অবিচ্ছেদ্য দেয়াল,

আমি মেলে ধরি নিজেকে।

রাত্রি নামলেই, তুমি দাউদাউ জ্বলে ওঠো বুকের ভেতর,

ভালোবাসা!

তুমি আমার ব্যক্তিগত আগ্নেয়গিরি।

বাহাউদ্দিন সেখ




দান



হে মোর সকল সৃষ্টির বিধাতা করি সকল ক্ষুদ্ধা বাঁচিবার দান

কাঁদে দারিদ্র্যের দেখি যুদ্ধাস্ত্র মায়া অবিচ্ছিন্ন অবিরাম মোর আত্মা প্রাণ।

দানের দিক বিদিক ছোটে দারিদ্র্যের বিশৃঙ্খলার অজস্র

সকলের আত্মায় মহিমা গড়ে তুলো প্রভু দান ঈমানের অস্ত্র।

সকল দীন-দরিদ্র কষ্ট বেদনা দেখি হয় যে মোর আত্মা অচল অনুক্ত

হে মোর সকল সৃষ্টির বিধাতা করো সকলের আত্মায় দান অপর্ণ আত্মা মুক্ত।

অশিষ্ট দীন দরিদ্রের দুর্ভাগ্য উৎসবের নাহি রহে শান্তি অবসাদ

সকল দরিদ্র ক্ষুদ্ধা রেষারেষির অনাচারে লাগে মোর প্রহার প্রতিঘাত।