ইতিহাসের বাঁকে
চার বছর চলেগেলো কত দ্রুত
কারণে অকারণে ছিল কত ছুতো।
কেউ অন্যকেও নিজের মত ভাবে
কূট চাল চালে, যা বলুক সবে।
শত অপমানেও নাই কোন লজ্জা
অপমানই যেন নিত্য সাজ-সজ্জা।
শত অপমানেও যায় নাকো মান
তাদের মান আবার পাহাড় সমান।
ইতিহাসের পিছনেও থাকে ইতিহাস
ভালো কাজ গিলেখায় কিছু পাতিহাস।
সময় চলে যায় স্মৃতি তব থাকে
রমনার স্মৃতি রবে ইতিহাসের বাঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much