মুক্তি
পরাধীনতার শিকলে বাঁধা,
বন্দি এ জীবন,
মুক্তি পেলেও রুদ্ধ হৃদয়,
আজি সময়ের ক্ষেপন।
স্বাধীন চেতনায় বাঁচার লড়ায়ে,
বদ্ধ এ স্পন্দন।
অটুট ব্যক্ততায় জলান্জলি আজি,
হৃদয়ে রক্তক্ষরণ।
ওরা চেয়েছিল নিতে এ প্রান,
রেখেছিল করে রুদ্ধ;
পারেনি তারা পারবেনা কভু,
চিত্তকে করে আবদ্ধ।
বাঁচার জন্য ছিলো মিনতি,
শুনেছিল কঠোর উক্তি;
লান্হিত উপহার পেয়ে সমাহার,
অবশেষে মিলেছে মুক্তি।
ব্যস্ত শহরের চেনা মুখগুলি,
আজ বড় অচেনা;
নিস্প্রান দেহে হয়নি ফেরা আজোও,
আপন ঠিকানা।
সহসায় হবেনা মুক্তি যেখানে,
নিবেদিত সমর পণ;
তবুও পথ চলতে হবে,
প্রাণহীন এ জীবন।
ফেলা আসা স্মৃতির নিস্তেজ বাঁধন,
চিত্ত আহত করে;
দিতে হবে পথ বহুদুর পাড়ি,
দুঃস্মৃতিকে সঙ্গী করে।
জীবন চলার সঙ্গী যদি হয়,
নিত্যদিনের কদুক্তি;
অজানায় পথ পাড়ি দিয়ে হোক,
শেষ জীবনের মুক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much