০৫ মার্চ ২০২১

ওয়াহিদা খাতুন




সনেট সামাজিক ব্যধি 



মিথ্যা ত্রাসে মরি শুধু সমাজের ভয়ে;

বিকৃত সমাজে কিবা আছে গ্রহণীয়--

জ্ঞানচক্ষু দিয়ে দেখো সব বর্জনীয়--

অশ্রু ঢেকেও হাসতে হবে জ্বালা সয়ে;

এ কী মারণযজ্ঞ নেশাতে আছি বাঁধা--

বিবাহ নামে এক নারকীয় যন্ত্রণা ;

পৈশাচিক কুটুম্বের হিংস্র কূমন্ত্রণা;

হাজারো সংস্কারের কিযে গোলকধাঁধা !


বৈষম্যের ঘুর্ণিপাকে অহর্নিশি জ্বলি--

মৎস্য কণ্টকের ন্যায় ওষ্ঠাগত প্রাণ ;

শ্বাসাঘাতে গেঁথে নিয়ে করি আনচান ;

ন্যায়ের দন্ডেও আত্ম,স্বার্থ-দলাদলি--


 সামাজিক ব্যধির কবে হবে উৎখাত--!

এ ব্যধি-পরে কেনো হয়না বজ্রপাত--!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much