০৫ মার্চ ২০২১

সুচিতা সরকার




তুমি শুধু তুমি



যান্ত্রিক শরীরটাও মাঝে মাঝে প্রাণ পায়,

খাঁচার হলুদ পাখিটা যখন তোমার নাম নেয়..

হাজার বছর বৃষ্টি তো হয়নি কোথাও,

তবু ভেজা মাটিতে মিশে, তোমার গন্ধে বুকটা ভরে যায়...


প্রজাপতির ডানায় চেপে তোমার শব্দগুলি ভিড় করে আমার ছোট্টো আঙিনায়,

জুঁই ফোটায়, শিউলি ফোটায়, আমার পলাশের গায়ে ফাগুনের রঙ ধরায়...


সুতোটা বড্ড নরম, তবু শক্ত বাঁধনে জড়ায় শুধু জড়ায় আমায় ..

কোথাও কিচ্ছু নেই, তবু ময়ূরপঙ্খী ভেসে ওঠে মৃত স্বপ্নদোলায়...


বেইমানির হাত ধরে যখন ভাড়াটে নিঃশ্বাসেরা হাঁটতে চায় অচেনা দিশায়...

চোখের অতল গভীরে থাকা তোমার মুখখানি হৃদয়ে নব স্পন্দন যোগায়...

1 টি মন্তব্য:

  1. তুমি শুধু তুমি লেখা লেখিকা সুচিতা সরকার অন্যন্যা I দিশা হোলো চলার পথ I যা দিয়ে থাকে স্বাধীনতা I অনেক রক্তের বদলে পাওয়া স্বাধীনতা I ঘরোয়া পরিবেশ কোরে দি পাড়ি সারা বিশ্ব I নেবো স্পন্ধন সবার হোক পাওনা I

    উত্তরমুছুন

thank you so much