০৫ মার্চ ২০২১

মো.শফিকুল ইসলাম শফিক




জাগো বঙ্গবাসী



কৃশানু হস্তে দাঁড়াও ঘুরে ঠেকাতে ব্যাবিচার,

মুখ-বুজিয়া সইবে কতো নির্মম অত্যাচার?

বিত্তশালীরা ঈশ্বর নয়ে পূজায় দেবে স্থান!

জাগো হে জাগো, হে বঙ্গবাসী ধরো অশুর কান।


আর ক'' দিন মুক্তশালায় বন্দির মত রবে!

আর ক'' দিন ইচ্ছাঅধীন অন্যের কথা কবে?

আর ক'' দিন দেখবে চুপ মিথ্যাচারীর জয়,

আর ক'' দিন দেখবে মিছে ন্যায়ের পরাজয়? 


আমার দেশে সাধুর বেশে শাসক কালো হাত

সোনালী দিন বিলীন করে হানছে ধ্বংস ঘাত!

সত্যেকে আজ মারছে ফাঁসে মিথ্যাচারী কাড়ায়,

নাই কি তবে বীরের সেনা বুক পেতে দাঁড়ায়?


নিগ্রহভয় করিনা আমি সত্যেকে ভাই বুঝি

আঁধারে মিশে আঁধারগ্রহে আলোরশিখা খুঁজি।

ডরিনা কারা অনলপাড়া চরণে যাই পিষে

আমিতো মরি প্রতি নিঃশ্বাসে ন্যায় হারানো বিষে।


মিথ্যার কাছে হবে না নত সত্যের উচ্চ শির

উদিবে ফেরে সত্যেসুরুজ

সর্বপ্রকার ঘির।

জানিনে কবে হতেও পারে এ'লেখা ইতিহাস,

আমিতো লিখে যাবো-ই যাবো 

ভ্রান্তের সর্বনাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much