বলোতো এবার ভেবে
ভাবো আমরা আছি,
দুজনেই কাছাকাছি।
বাস করছি প্রাচীন দিনে,
থাকছি আগুন বিনে।
রয়েছি বাকল পড়ে,
ঘুরছি বনে পাহাড়ে।
আদম-ইভস্ এর জীবন,
নেই কোন প্রদূষণ।
ব্যস্ত থাকছো কী তুমি,
দেখতে সিরিয়াল, দূরদর্শনে।
এসেছে কী কখনো ধ্যানে,
মন দিতে হবে জন্ম নিয়ন্ত্রণে।
সাধ হচ্ছে কী প্রানে,
বিলাস ব্যসন জীবন যাপনে।
মানুষ কী রয়েছে বিভক্ত,
জাত-পাত-ধর্মের বিভাজনে।
হাতে আছে কী সদা,
চলমান দূরাভাষ।
আছে কী কোন ব্যবস্থা,
দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
বলো তুমি এবার ভেবে,
সত্যি কথাটা তবে,
আমরা আধুনিক হচ্ছি যত,
প্রয়োজন কী বাড়ছে না তত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much