প্রজ্ঞা সুন্দরী
খেতের ফসলের মত বিস্তৃত হয়ে আছে মানবী কথা
উননের ধোঁয়ায় কিংবা সেটেলাইটে জাহ্নবী অবলোকনে
খুঁজতে চেয়েছিল সমার্থক শব্দের বিকেলের আকাশ
মেঘে মেঘে অন্ধকার না অন্ধকার মনের মেঘের ঝড়!
সাদা শাড়িটির সম্ভ্রম রাখতে পারার দায় শুধু প্রজ্ঞা সুন্দরীর।
ফসল কেটে নিয়ে গেছে বাজারে মূল্যের বিনিময়ে
হাত বাড়লেই যে সৌন্দর্য কেনা যায় নিলামে
সোনার অলংকারে ঢাকা যায় জীবন বোধ
মাটির ৠণ শোধ করতে পারেনি কোনো মহাকাল
ফসলে ফসলে লিখে রেখেছে প্রজ্ঞা সুন্দরী মায়াবী স্নিগ্ধতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much