মুক্তির খোঁজে
কাটাকুটি খেলা শেষে দাঁড়াতে চায় মন্দির প্রাঙ্গণে
দুর্বাশার অভিশাপ ভয় মুক্তির প্রার্থনায় দেবতার আয়োজন।
চারিদিকে রুগ্ন শিরায় বয়ে চলছে এক বিশাল ট্র্যাজেডি
মৃত্যু লগ্নে দাঁড়িয়ে বাঁচার আনন্দে
স্রোতস্বিণী কবিতার ধারায় বহুদূরের সূর্য কে প্রণাম
শত যোজন পার করে ছুঁয়েছে গভীর অরণ্য প্রণয় প্রত্যাশায়
কাজল টিপে তুলে রেখেছে মুক্তির খোঁজ স্নেহের কঠিণ সময়ে।
সব দিতে চাইছে দীর্ঘশ্বাস, নিস্পাপ পরে আছে
কবিতা উচ্চারণে --দেবতাসনে।