স্বপ্নসন্ধানী
স্বপ্নের সিঁড়ি বেয়ে
একটা নীল আকাশ দেখতে চাই,
যে আকাশ চেতনার রঙে রঙিন.....
সজীবতার আলোয় অন্তহীন ,
ভালোবাসার কোমলতায় পেলব
জীবনবোধে চির উজ্জ্বল |
এমন একটা আকাশ দিতে পারো ?
পারো কি দিতে
যে আকাশে নেই স্বার্থান্ধতার কলুষতা।
যেথায় আছে কেবল
স্বপ্নের বিনিসুতোর আলাপচারিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much