পোস্টগুলি

2023 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
6 Business Strategy Examples For Healthcare by    Kent Smack  on June 21, 2019 Designing a successful healthcare business strategy can be notoriously complex.   Private organizations must balance costs and revenues with the desire to provide excellent care and the best professional medical/research teams on the market.  Managing financials for growth and profitability while also investing in first-rate talent and technology is a delicate balancing act—especially since human lives are involved.  For-profit healthcare strategies must always remember that the patient is the top priority. Public healthcare infrastructure must grapple with gaps in funding and overregulation that may limit innovation or dictate the strategic initiatives that can or can’t be implemented.  All the while, the political pendulum makes future years even less predictable than in private healthcare. But you’ve got to work with the cards you’re given. The eight ideas below can  complement a sound business strategy i

সেলিম সেখ এর কবিতা

নেতাজি সকলের প্রিয় বীর তুমি জন্মেছিলে আজকের দিনে, তাইতো তোমায় স্মরণ করি আজকের এই শুভক্ষণে। তোমার নেতৃত্বে দেশবাসী  পেলো স্বাধীনতার সুখ, থাকলে তুমি দেখতে আজ কেটেছে পরাধীনতার দুখ। জ্বালিয়েছিলে দেশবাসীর মনে জাতীয়তাবাদী মনোভাব, দাসত্বের বেড়া ভেঙে রেখে গেছো শতছাপ। তুমি ছিলে মেধাবী খুব পেতো ইংরেজ ভয়,  তোমার বীরত্বে ভারত পেল ঐতিহাসিক সেই জয়। রাজনীতির উচ্চাসনে ছিলো সর্বোচ্চ স্থান,  এই দেখে অনেক নেতা দেয়নি তোমায় যোগ্য মান।  ইংরেজদের শত নিপীড়নে করোনি নত মাথা, ফিরিঙ্গি মুক্ত দেশ চাই এটাই ছিল মনে গাঁথা। তোমার বাহিনীতে ছিলো যত হিন্দু-মুসলিম আর শিখ, সকলের একটাই লক্ষ্য আনবো স্বাধীনতা ঠিক। তোমার বীরত্বে দেশবাসী পেলো     মুক্তির সেই স্বাদ, তোমাকে পেয়ে দেশবাসী পেলো আসমানী এক চাঁদ। তোমার বীরত্বের সাক্ষী হয়ে থাকবে মোদের দেশ, পড়লে তোমার ইতিহাস হবে না কখনো শেষ। তুমি থাকবে সদাসর্বদা দেশবাসীর মনে, তোমার ছবি রয়েছে তাই  গৃহের কোণে কোণে।