এ কোন যাদু
দেবব্রত সরকার
আঘাত গুলো এ ভাবেই তৈরি হয়
যখন মনের বিরুদ্ধে গিয়ে কিছু না বলা অক্ষর বসে যায়
তোমার সাথে হয়তো দেখা এক পলকের তাই বলে ভালো লাগবে না তা হয় না
যখন কোন চোখ তার দুর্বল অনুভূতি আর এক চোখকে ধরা দেয় তখনই তার ভালোবাসার জন্ম হয়।
এমন কোন মানুষ আছেন যে দীর্ঘদিন দেখার পর ভালোবেসেছেন
কারণ ভালোলাগাটাই একপলকের আর ভালোবাসাটা বিরতির ।
প্রেমটা জন্মান্ত্রের আর দর্শনটা না জানা মুহূর্তরের মত ।