১৫ জুলাই ২০২২

কবি দেবব্রত সরকার এর কবিতা "এ কোন যাদু"





এ কোন যাদু

দেবব্রত সরকার


আঘাত গুলো এ ভাবেই তৈরি হয় 
যখন মনের বিরুদ্ধে গিয়ে কিছু না বলা অক্ষর বসে যায় 

তোমার সাথে হয়তো দেখা এক পলকের তাই বলে ভালো লাগবে না তা হয় না
যখন কোন চোখ তার দুর্বল অনুভূতি আর এক চোখকে ধরা দেয় তখনই তার ভালোবাসার জন্ম হয়।

এমন কোন মানুষ আছেন যে দীর্ঘদিন দেখার পর ভালোবেসেছেন

কারণ ভালোলাগাটাই একপলকের আর ভালোবাসাটা বিরতির ।
প্রেমটা জন্মান্ত্রের আর দর্শনটা না জানা মুহূর্তরের মত ।

১১টি মন্তব্য:

  1. সত্যি চমৎকার লিখেছেন কবি,
    না বলা কথা ফুটে ওঠেছে অকপটে, শুভকামনা সবসময়।

    উত্তরমুছুন
  2. ওহ প্রাণ জুড়িয়ে গ্যালো! কি যে বলি আপনাকে! ভালোবাসা ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    উত্তরমুছুন
  3. Khub bhalo laglo lekhati mon bhoriye dilo.

    উত্তরমুছুন
  4. ভালোবাসা মুহূর্তে তৈরি হয়, তা প্রবাহিত হয় অনন্তের দিকে–এটাই কবি সুন্দর অভিব্যক্তি দিয়ে ফুটিয়েছেন। ভালো লাগল ভাই

    উত্তরমুছুন
  5. হুমায়ূন কবীর মিঠু১৯ জুলাই, ২০২২ এ ৯:২৬ PM

    বাহ্ অসাধারণ!

    উত্তরমুছুন

thank you so much