১১ জানুয়ারী ২০২২

মমতা রায় চৌধুরী 'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন" ৯০


পন্যাস 


টানাপোড়েন৯০

খেয়ালী নদী

মমতা রায় চৌধুরী


ঘুম ভাঙার পর অনেকক্ষণ বিছানায় শুয়ে ছিল রুপসা। আজকাল এভাবেই বেশ কিছুক্ষণ চোখ বুজে শুয়ে  নিজেকে একটু আবিষ্কার করার চেষ্টা করে। কেমন যেন সব এলোমেলো হয়ে গেল কিছুই মাথায় ঢুকতে চায় না ।কোথাও কিছু ফাঁকা আছে কিনা সেই মন পাখিটাকে ধরে নিয়ে কল্পনায় নিজেকে তৈরী করার চেষ্টা করছিল।
হঠাৎই ভেতরের ঘরে ফোনটা বেজে ওঠে। বাজতে বাজতে কেটে গেলো ।আবার বাজতে শুরু করলো। বেজেই চলেছে। একটু বিরক্তই হলো এত সকালে কে ফোন করেছে! শব্দটা ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে ।ফোনটা তুলছে না কেউ। ঝর্ণা কোথায় গেল? বিরক্তি নিয়ে রুপসা বিছানা থেকে উঠে বসল। নিজের অজান্তেই দেয়াল ঘড়িটার দিকে গেল ।ঘড়িতে তখন ৬.১০। ঝরনাটা তাহলে কোথায় গেল? ও কি  কোন কাজে বাইরে গেছে? ওদিকে নদীও ফোন ধরছে না।'

হাউসকোটটা গায়ে চাপিয়ে বিরস মুখে ফোনটা তুলে বলল 'হ্যালো।'
ও প্রান্ত মুহূর্তের জন্য নীরব। তারপর বলল'আমি সমুদ্র বলছি।'
রুপসা বলল' ও তো এখনও ঘুম থেকে ওঠে নি।
কিছু প্রয়োজন আছে?'
সমুদ্র নদীর বন্ধু। বেশ কয়েকবার বাড়িতে এসেছে। খারাপ লাগেনি। ছেলেটি সহজ-সরল। সব সময় চেষ্টা করে নদীকে হাসি খুশিতে রাখার। 
অথচ আগে নদী ছিল কতটা প্রাণবন্ত, উচ্ছল ছিল তার তরঙ্গ।
সজীব মারা যাবার পর থেকে যেন কেমন হয়ে গেছে। ছাইচাপা আগুন যেন। শুধু গুমড়ে গুমড়ে থাকে।
সমুদ্র বলল' না বলছিলাম..?'
 রুপসা বলল' আমি তো সেটাই জানতে চাইছি, কি বলতে চাইছো,?'
সমুদ্র যেন মাথা চুলকে বলল' না মানে আন্টি ,কথাটা ওকে ...।'
রুপসা বললো ' বুঝেছি কথাটা আমাকে বলবে না তাই তো?'
সমুদ্র নিরুত্তর।
রুপসা বলল 'ঠিক আছে। আমি চেষ্টা করছি ওকে ঘুম থেকে ডেকে দেবার। যদি ওঠে ভালো ।না উঠলে তো আমার কিছু করার নেই বাবা।'
সমুদ্র হেসে বলল 'ঠিক আছে আন্টি।'

রুপসার স্বামী মারা যাবার পর স্বামীর বস কোম্পানিতে জয়েন করতে বলেছেন। তাই স্বাভাবিকভাবেই নদীকে তেমনভাবে সময় দিতে পারে না।
মেয়েটা কেমন যেন একগুঁয়ে জেদি হয়ে যাচ্ছে।
একটা দীর্ঘনিশ্বাস ফেলে পা বাড়ালো নদীর ঘরের দিকে। প্যাসেজ টপকে নদীর ঘরের ভেজানো দরজাটা আস্তে করে ঠেলল।
ঘরে ঢুকে রূপসা নদীর ঘরের বিশৃঙ্খলা অবস্থা দেখে চমকে ওঠে। এ কি করেছে বৃষ্টি !ঘরটার বই ,খাতা ,পেন, সব খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। টেডি বিয়ারটা মুখ থুবরে পড়ে আছে।
হঠাৎ দেখলে মনে হবে ঘরটা যেন কেউ তছনছ করে দিয়ে গেছে। রূপসার ত্রস্ত চোখ নির্জন ঘরটায় কয়েকবার পাক খেলেl
ছোটবেলা থেকেই নদীর সখ ছিল প্রিয় খুব কাছের মানুষদের ছবি টানিয়ে রাখা। রুপসা  প্রভাতী আলো  জানলার কাঁচ লাগানো ঝোলা ভারী পর্দা দুটোর  থেকে বেরিয়ে এসেছে। আর মন কেমন করা স্মৃতিগুলো যেন আঁকড়ে ধরছে।


তারপর কাছে গিয়ে নদীর গায়ে হাত দিয়ে ডাকতে শুরু করলো। নদী ,নদী, নদী ওঠো তোমার ফোন এসেছে?'
নদী চোখ দুটো বোজা অবস্থাতেই বলল' কার ফোন? '
রুপসা বলল'একটি ছেলের কন্ঠ। নাম  সমুদ্র।'
নদী ঘুমের ঘোরে বললো ''ওকে একঘন্টা পরে আসতে বল'।
রুপসা অগত্যা সমুদ্রের ফোনটাটা ধরে আস্তে করে বলল। ও তোমাকে পরে ফোন করতে বলl
লো কিন্তু..?'
সমুদ্র বলল' আন্টি ,আপনি ওকে বলবেন খুবই দরকার।'
রুপসা শুধু' হুম বলে  নদীর ঘরের দিকে পা বাড়ায় কিন্তু আশ্চর্য সেখানে গিয়ে নদীকে দেখতে না পেয়ে একটু আশ্চর্য হয়ে যায়।রুপসা গেস করলো 'নদী ছাদে গেছে'।কারণ ওর মন ঠিক করার একটি মাত্র জায়গা হচ্ছে ছাদ। আজ কাল নদী যেন একটু খেয়ালী হয়ে গেছে।'
রুপসাও তরতর করে সিঁড়ি দিয়ে উঠে গেল ছাদে তারপর আরষ্ট গলায় ডাকলো' নদী তোমার ফোন ।'
সমুদ্র শুনতে পেল ।
রুপসা ছাদে উঠে দেখতে পেল রুপসা আলসেতে ভর দিয়ে আচ্ছন্নের মতো তাকিয়ে আছে। ক্ষণিকের জন্য  রুপসা নদীকে দেখে ভয় পেয়ে গেছিল ।
রুপসা আরষ্ট গলায় বলল 'নদী তোমার ফোন।'
নদী যেন শুনতে পেল না।
রুপসা আবার ডাকল।
এবার নদীকে ধাক্কা দিয়ে রুপসা বলল 'তোমার ফোন আছে?'
কিন্তু নদী যখন রূপসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল তখন তাকে দেখে মনে হয়েছিল একটা ভাবলেশহীন কিছুটা উদাস দৃষ্টি।
রূপসার ভেতরটা কেমন হু হু করে উঠলো। কি হয়ে গেল তার মেয়েটার ।কেমন একটা উদাসী বাউল মন তার ভেতরটাকে দেখে আঁতকে উঠল।'
শুধু রূপসার কথাতে এবার নদী একটু ফিরে তাকালো।
রুপসা বললো 'সমুদ্র ফোন করেছিল?'
নদী তখনও একদৃষ্টিতে রূপসার দিকে তাকিয়ে। যে নাম শুনলে নদী যেন চঞ্চল অস্থির হয়ে ওঠে একটা কেমন যেন বিদ্যুৎ খেলে যায় তার শরীরের ভেতরে আজ এমন কি হলো?'
তারপর নদী কোন কথা না বলে তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল।
রুপসা তার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো আর মনে মনে ভাবতে লাগল আজ যা কিছু হচ্ছে তার অবর্তমানে কিছুতেই তার মেয়েটাকে সে সময় দিতে পারছে 
না ।একদিকে তার কাজের জায়গা অন্যদিকে বাড়িতে মেয়ে। কি করবে সে জীবনে বেঁচে থাকার জন্য তার কর্ম দরকার আজ যদি সজীব থাকতো ,তাহলে তাকে এগুলো চিন্তা করতে হতো না। সজীব  চলে যাবার পর থেকেই সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে।
'কি করবে  রুপসা?'
নদী যখন সিঁড়ি দিয়ে নামছিলো পেছন থেকে দেখে রুপসাকে নিজেই চমকে ওঠে ।তার মেয়েটা খুব সুন্দর হয়েছে।গোলাপী আভা তার শরীরে ,মাথা ভরা চুল । টানা টানা চোখ, কালো চোখের পাতা। স্লিম। 
ছোটবেলায় নদীকে নিয়ে কতজনা কত কথা বলতো নদীর পিসি ঠাম্মা বলতো রূপসার ডুবলিকেট ।কেউ কেউ বলতেন নদী হবে ওর বাবার মত দেখতে। এত ছোট অবস্থাতেও যে চেহারা বোঝা যায় এটা ভাবা কঠিন কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনে এমনই বলতেন।
তিল তিল করে বড় হওয়া  নদী আজ ১৭+
নদী তখন বাথরুমে রুপসা যখন নদীর ঘরে ঢুকলো  নদী বাথরুম থেকে বেরিয়ে নিষ্পলক রূপসার দিকে তাকিয়ে ছিল যেন মনে হচ্ছে কিছুটা জরিপ করছে মাকে।।
রুপসাও প্রস্তুত মেয়ে এতক্ষণ তাকে  লক্ষ্য করছিল।
রুপসা বলল 'সমুদ্রের সঙ্গে ঝগড়া হয়েছে?'
নদী র গলার স্বরে পরিস্কার ঝাঁঝ  রয়েছে ।আজকাল মাঝে মাঝে মুখ করে ওঠে ।ভালোভাবে কথা বলতেই চায় না।
নদী বলল 'তোমার সময় আছে ,সেসব শোনার?'
রুপসা সকাল সকাল আর কথা  বাড়ায় না।
এর মধ্যেই দেখতে পায় ঝরনা চলে যাচ্ছে পাশ দিয়ে। রুপসা সমস্ত রাগ ঝরনার ওপর গিয়ে পরলো ।তবুও নিজেকে কিছুটা শান্ত রেখে ডাকলো ঝরনা ঝরনা ঝরনা।
ঝর্ণা বললো  'কিছু বলছ বৌদি?'
রুপসা বললো' কোথায় গেছিলে তুমি না জানিয়ে?'
ঝর্ণা বললো আসলে বলে বেরোবার সে সময় ছিল না।
রুপসা বললো' কোথায় গিয়েছিলে?'
ঝর্ণা বললো' বাজারে গিয়েছিলাম? তোমাকে কদিন ধরেই তো বলছি বাজার নেই। তুমি এত ব্যস্ত..। তাই আজ একটু সময় পেলাম বলে বাজার করে নিয়ে আসলাম।'
রূপসার কথা বাড়ালো না ।ঠিকই তো বাজার না হলে  রান্না হবে কি?'
রুপসা বলল' কি এনেছে বাজার থেকে?'
ঝরনা বলল'কাতলা মাছ, চিকেন, সঙ্গে কিছু সবজি।'
রুপসা বললো আর কিছু আনো নি? দুধ গোবিন্দভোগ চাল কাজু কিসমিস ,খেজুরের গুড়?'
ঝর্ণা বললো ' এনেছি তো বৌদি?'
রুপসা বলল
ঠিক করেছ যাও তাড়াতাড়ি  নাস্তা রেডি করো। আমি বেরোবো।'
ঝর্ণা বললো বেশি সময় লাগবে না বৌদি তাড়াতাড়ি করে নিচ্ছি। তোমমায় কি আজকে টিফিনে ভাত দিয়ে দেবো?'
রুপসা বলল 'না না না ।তুমি আমায় হযlএকটু ভারী করে নাস্তা টা দাও টিফিনে আজকে আমি এখানে খাব না ।আমি বাইরে লাঞ্চ করে নেব।
নদী সবকিছু শুনতে পাচ্ছিলো আজকাল মা একটু ঘনঘন বাইরে লাঞ্চ করে , ও জানলা দিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল। মনে হচ্ছিল বৃষ্টির চোখে মুখে যেন বিষণ্ণতার ছাপ ।জানলা দিয়েছে এই কর্ম ব্যস্ততাকে দেখছিল । ও অনেকদিন হলো তারা গ্রাম থেকে শহরে এসেছে ।যবে থেকে মা কোম্পানিতে জয়েন করেছে আজকে শুধু নদী ভাবছে তার জীবনটা অন্যরকম হতে পারত আজকে তার বাপি বেঁচে থাকলে চারিদিকে রোদ্দুরে ভেসে থাকতে পারতো আজকে একটা বিশেষ দিন সেটা কি মা একদম ভুলেই গেল? ও কিছুই বলল না আজকে কি তার জীবনে নতুন একটা নীল আকাশ আসতে পারত না?
এর মাঝে বাইরে থেকে আওয়াজ পাওয়া গেল যে মায়ের ঘর থেকে একটা ফোনের আওয়াজ আসছে ।একবার ফোন হয়ে কেটে গেল ঝর্ণা বাইরে থেকে বলে গেল বৌদি তোমার ফোন বাজছে রুপসা মেয়ের দিকে তাকিয়ে তারপর বলল হ্যাঁ যাচ্ছি বেরিয়ে গিয়ে সামনের বারান্দার আটকে গিয়ে নিজের ঘরে ঢুকলো ঢুকে দেখছে ফোন করেছে তাদের কোম্পানির বস অরিন্দম ভদ্র। আজকাল বেশিরভাগ দিনই বস ফোন করেন ।রুপসা ভাবতে থাকে কেন কোন কারণ না থাকলেও তার স্যার ফোন করেন ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করল বলল' হ্যালো'।
অপরপ্রান্ত থেকে উত্তর আসলো আজকে তোমার কথাটা মনে আছে তো?
রুপসা বলল হ্যাঁ স্যার?
ঠিক আছে তাহলে নির্দিষ্ট টাইমে অফিসে পৌঁছে যেও।তোমার জন্য কি গাড়ি পাঠাবো?'
রুপসা বলল 'না ,না, না আমি ঠিক চলে যেতে পারব।'
এরপর ফোনটা কেটে গেল। রুপসা ভাবতে থাকে সে কি কোন  রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে নাকি সে ভাবতে পারছে না ?তবে অফিসের বস তার প্রতি কিছুটা দুর্বল তা বোঝা যায়। আজকাল বেশ তার  কথাবার্তা বা ব্যবহারে ধরা পড়ে তাকে টিকিয়ে রাখতে হলে তাকে তো তার সঙ্গে ভালোভাবে কথা বলতেই হবে ।মফস্বল থেকে আসা রুপসা কতটা বদলে গেছে নিজেই মাঝে মাঝে ভাবে এই সেই রুপসা যে একদিন ভালো করে মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেত ।গ্রামের মানুষ এক রকম সহজ সরল তাদের সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিতে পারতো কিন্তু সজীব যেন চলে যাবার পর তাকে সবকিছু শিখিয়ে দিয়ে গেল ।এতটাই আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখিয়ে দিয়ে গেল শেষ পর্যন্ত তার জীবনটা কোন দিকে যাবে? খড়কুটোর মতো ভেসে যাবে না তো ? তার সংসার তার মেয়েকে নিয়ে সে ঠিক রাখতে পারবে? এই টানাপোড়েনের মধ্যে দিয়েই আজকাল বেশিরভাগ সময়ে তাকে চিন্তাগ্রস্থ করে তোলে।
মধ্য শীতের ভোরে বারবার তার বিশেষ দিনের স্মৃতিটা ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছিল নদী। নদীর জলের গভীরতা মাপার চেষ্টা করছিল। কিন্তু তার মনে হয়েছে এই নদীতে যেন  পাক জমে যাচ্ছে।

কবি মনোয়ারুল ইসলাম এর কবিতা




গেরিলা
মনোয়ারুল ইসলাম 


আঁধারের বুক চিরে  দূর পাল্লার ট্রেন
ঝিক-ঝাক, ঝিক-ঝাক
চলে ট্রেন সাথে যায় প্রকৃতি
জানালায় মুখ রাখে উদাস যুবক । 

দৃষ্টির প্রান্তরে
কাশবন, বাঁশঝাড় 
শীর্ণ নদী, ফসলের মাঠ
হয়ে যায় 
গেরিলা যুদ্ধের স্বর্গ ভূমি ।

আকাশের চাঁদ 
প্রেয়সীর চাঁদ মুখ
রণাঙ্গনে মৃত্যুতে ঢলে পড়া 
সহযোদ্ধা ......
দূর আকাশে জ্বল জ্বল করে জ্বলে
দূর নক্ষত্র ।

মেঘ গুর গুর চমকানো বিদ্যুৎ 
ঝলসে উঠা বিমান বিধ্বংসী কামান
দূরে কোথাও বাজ পড়ে 
শব্দে 
সশব্দে ফেটে পড়া মর্টারের  শেল ।

দূর পাল্লার ট্রেন চলে 
ঝিক ঝাক, ঝিক-ঝাক
শব্দে শব্দ মিলে 
হয়ে যায় 
যুদ্ধ-যুদ্ধ
বিপ্লব বিপ্লব
উদাস যাত্রী যুবক 
ফিরে যায়
ছেড়ে আসা রণাঙ্গনে ।

কবি রাবেয়া সুলতানা'র কবিতা




প্রেম বিলাস
রাবেয়া সুলতানা

একখন্ড নির্মোহ নির্ভেজাল প্রেমের তেষ্টা
হৃদয়ে ভীষনভাবে ঘন্টা বাজিয়ে চলে,
প্রেম বিলাসি এ তনুমনে ক্ষণেক্ষণে।

বসন্তে মাতাল আমি,
লিখি যতো অব্যক্ত পদাবলী ;
মুখ আর মুখোশের আড়ালে চলে
প্রেম-অপ্রেমের দিশাহীন টানাটানি।

প্রতিটি জীবনই অপূর্নতায় পূর্ন,
পরতে পরতে সাজানো চৈত্রের দহন ;
ভোগের লীলায় মত্ত বহুরুপীজন।

গোধূলির মায়ায় সাজানো উদ্যানে মিশে যাওয়া
আমার জন্ম জন্মান্তরের অভিলাষ।
চরম ব্যাকুলতায় ভালোবাসার নীলবেদনায়,
দূরে চলে যাওয়াও কল্পনাহীন প্রেম বিলাস।

কবি রাজেশ কবিরাজ এর কবিতা




আবার তুমি 
রাজেশ কবিরাজ

আজ এই সন্ধ্যার আঁধারে, আমি  যদি  আবার
দেখতে পাই তোমারে সেই পুরাতন গলিটির ধারে ;
তুমি কি আবার চলে যাবে ! সেই  প্রথম -
দেখা হওয়ার মতো না-দেখার অভিনয়  করে ?

তুমি কি দেখবে না আমায় ? এই সন্ধ্যার কুয়াশায় !
একদিন আমি দাঁড়িয়ে ছিলাম এই রাস্তায় তোমার
আশায় । তুমি আসতে অনেকটা পথ  অতিক্রম -
করে, তোমাকে দেখে আমার দু-চোখ যেত  ভরে ।

হয়তো যদি আমি কোনদিন কোন রাতে দেখি
তোমায় স্বপ্নে আবার ! সেই দিন যদি আবার -
মন চায় তোমায় কাছে পাবার ! সেদিনও 
কি  তুমি চলে যাবে, শুনবে'না কথা  আমার ?!

আমার যে কথা ছিল মনে, হয়তো পড়ে  রবে
এই গলিটির কোণে ! এত ভালোবাসার পরও তুমি -
চিনতে পারোনি আমারে,তবুও তোমারে  রাখবো
আমার এই অন্তরে ; দেখব হাজার বছর  ধ'রে ।

মনি জামান/২য় পর্ব

ধারাবাহিক উপন্যাস



সেদিন গোধূলি সন্ধ্যা ছিল
(২য় পর্ব)
মনি জামান

নিলয়ের কয়েকটা রাত কেটেছে এক প্রকার ঘুমহীন কি একটা অনুভূতি তাকে জাগিয়ে রেখেছে কয়েক রাত ধরে, হয়তো এই জেগে থাকাকে ভালবাসার নির্ঘুমতা বলে।
প্রেমিক প্রেমিকাকে প্রেম এমনি ভাবে নির্ঘুম করে দেয়, শূক্রবার রাত্রি শেষে এলো সেই ক্ষাংকিত শনিবার নুতন ভালো লাগার একটি ভোর নিলয় হয়তো এই ভোরটার জন্য এই কয়দিন ধরে অপেক্ষা করেছে।
নিলয় ভোরে উঠলো উঠেই ওয়াস রূমে গিয়ে ব্রাস আর জেল নিয়ে দাঁত ব্রাস করে ফ্রেস হলো তারপর ক্লীন সেভ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখে নিচ্ছে,নিলয় আজ নিজেকে দেখলো আয়নার ভিতর অন্য রকম এক নিলয়কে।
নিজেকে এভাবে পরখ করে আর কখনো দেখা হয়নি, রূমে ফিরে ফোনটা হাতে নিয়ে বাটন টিপলো মেবিনের ফোন নাম্বারে,রিং হচ্ছে একটু পর মেবিন ফোনটা রিসিভ করলো,নিলয় বলল,কি করছো কাক পাখি।
মেবিন বলল,এইতো উঠলাম ফ্রেস হলাম এখন ব্যাগ পত্র সব গুছিয়ে নিচ্ছি শোন তুমিও সব গুছিয়ে নাও নিলয়,এখন বাজে আটটা আর মাত্র দুই ঘন্টা সময় আছে আমাদের হাতে দ্রুত সেরে নাও সব কাজ।
নিলয় বলল,ঠিক আছে কাক পাখি আমি এখুনি সব গুছিয়ে নিচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে রেখে দিলো,নিলয় সব গুছিয়ে নিয়ে আবারও মেবিনকে ফোন করে দুজন দুজনের কথা শেষ করে ফোন কেটে দিয়ে পকেটে ভরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লো। 
নিলয় ও মেবিন দুজনে নিধারিত স্থানে এসে এক সাথে মিলিত হল তারপর দুজনে একটা রিক্সা ডেকে রিক্সাই উঠে বসলো,মেবিন রিক্সাওয়ালাকে বলল, কমলাপুর রেল ষ্টেশন চলো রিক্সাওয়ালা কলাপুরের দিকে রিক্সা ঘুরালো নিলয় আর মেবিন দুজনে ট্রেনে যাবে কক্সবাজার,ওদের দুজনের দুটো ফাষ্টক্লাস টিকেট আগাম কেটে রেখেছে মেবিনের বন্ধু মরুফ। রিক্সায় নিলয় আর মেবিন দুজন গল্পে মত্ত,রিক্সাওয়ালা প্রায় বিশমিনিট পর এসে পৌছালো কলাপুর। রিক্সাওয়ালা বলল, আপু এসে গেছি কমলাপুর,নিলয় আর মেবিন রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া দিয়ে স্টেশনে হেঁটে এলো তারপর দুজনে এসে বসলো একটা যাত্রী বেঞ্চে,ট্রেন ছাড়তে আর মাত্র আধা ঘন্টা সময় আছে,নিলয় মেবিন স্টেশনের পাশের দোকান থেকে আনুসাঙ্গিক প্রয়োজনীয় জিনিষ পত্র গুলো কিনে দুজনে ট্রেনে উঠে ওদের সিটে গিয়ে বসলো।ট্রেন ছাড়ার সময় প্রায় আগত একটু পর ট্রেন স্টার্ট হলো বিকট চিৎকার দিয়ে উঠলো ট্রেন, কারণ যাবার সংকেত দিচ্ছে যাত্রীরা যে যেখানে আছে যেন তাড়াতাড়ি সবাই হুইচেল শুনে উঠে পড়ে ট্রেনে। 
স্টার্ট হয়েছে ট্রেন কাপছে যেন মৃদ ভূমিকম্পন হচ্ছে, ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলো নিলয় আর মেবিন পাশাপাশি বসে আছে,নিলয় কেবিনের জানালা খুলে দিল ঝিরি ঝিরি বাতাস ওদের কেবিনে প্রবেশ করছে,মেবিন আজ নীল সেলোয়ার কামিজ পরেছে কপালে ছোট্ট একটা কাল টিপ পরেছে,অপূর্ব সুন্দর লাগছে মেবিনকে, ঝিরি ঝিরি বাতাস মেবিনের মাথার চুল গুলো এলোমেলো করছে, কখনো চুল গুলো আলতো করে ছুঁয়ে দিচ্ছে কপাল চোখ মুখ কখনো বা গ্রীবা।মেবিনের চোখে মুখে আজ একটা আনন্দের ঝিলিক বয়ে যাচ্ছে মনে হয় কিছু পাওয়ার প্রাপ্তির এ ঝিলিক,নিলয় অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেবিনের দিকে।
মেবিন নিলয়কে বলল,কি দেখছো অমন করে,নিলয় বলল,তোমাকে দেখছি কাক পাখি।
মেবিন বলল,মনে হয় কখনো দেখনি আমাকে,নিলয় দুষ্টমির হাসি হেসে বলল,না আজ প্রথম দেখছি।
মেবিন বলল,তাই নাকি?তাহলে এতদিন ধরে কাকে দেখেছো?তোমরা ছেলেরা না এমন।
নিলয় মেবিনের হাতটা হাতে নিয়ে বলল, এতদিন ধরে দেখেছি মেবিন নামের একটি মেয়েকে কিন্তু আজ দেখছি আমার স্বপ্নের এক রাজকন্যাকে,সত্যি তুমি অপূর্ব সুন্দর। মেবিন লজ্জায় লাল হয়ে গেলো এমন লজ্জা সে কখনো পাইনি আজ কেন এত লজ্জা লাগছে মেবিন জানে না।নিলয় মেবিনের গ্রীবা স্পর্শ করলো এবং আরো কাছে টেনে নিলো,মেবিন নিলয়ের কাঁধে মাথাটা রাখলো,রাখার পর মেবিনের কাঁধে মনে হল এ কাঁধ কত নির্ভাবনার কতটা প্রশান্তির তা আজ যেন অনুভব করছে মনে মনে।
হঠৎ নিলয় মেবিনকে ছোট্ট করে একটা টোকা দিয়ে আদর করে বলল,এই কাক পাখি দেখো দেখো বাইরে কত অপূর্ব সুন্দর প্রকৃতি কত রূপ যেন দিগন্ত বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে সুবজ অরণ্য।
মেবিন দেখ ঐ দেখ তোমার প্রিয় কাশফুঁল মেবিন সেদিকে তাকালো,তখন ট্রেন আপন গতিতে চলছে একের পর এক দৃশ্যপট পরিবর্তন হচ্ছে মাঠ আর মাঠ এ যেন স্বর্গ উদ্যানের বুকে চিরে ওদের কক্সবাজার যাত্রা।
সময়ের সাথে পাল্লা দিয়ে ট্রেনও ছুটছে, দুজন প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে অপলক চেয়ে আছে পরস্পরের দিকে, নিলয়ের মনে হলো মেবিনকে আজ প্রথম আবিস্কার করেছে,নিলয় মেবিনকে বলল,এই চুপ কেন কিছু বলো,মেবিন বলল,জানো নিলয় আজ খুব ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে।
নিলয় বলল,আমারও যে কত ভালো লাগছে তোমাকে বোঝাতে পারবো না,তোমাকে এত আপন করে কাছে পাবো ভাবিনি কখনো,মেবিন নিলয়কে বলল,তোমার মনে আছে চারুর কথা,নিলয় বলল,হ্যাঁ মনে আছে গত বছর তো তোমাদের বাসায় বেড়াতে আসলো তা হঠাৎ চারুর কথা জিজ্ঞেস করলে কেন।মেমিন বলল,চারুর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেলো জানি না চারু এখন কতটা মানুষিক ভাবে সুস্থ আছে,নিলয় বলল,কাক পাখি তুমি ফোনে তো কথা বলো চারুর সাথে কিছু বুঝতে পারো না ওর মনের অবস্থা,মেবিন বলল,মনে হয় সয়ে গেছে ওর কষ্ট গুলো,কক্সবাজার যাচ্ছি শুনে মা বলে দিয়েছে চারুকে যেন ফিরার পথে সাথে করে নিয়ে আসি,নিলয় বলল,ভালোই হবে চারু আমাদের সাথে আসলে।
ট্রেন ছুটছে সবুজ মাঠের বুক চিরে নিলয় মেবিনকে টোকা দিয়ে বলল,এত সুন্দর দৃশ্য আগে কখনো ট্রেনে বসে দেখা হয়নি ঐ সবুজ অরণ্য,ওরা যেন আমাদের সাথে কক্সবাজার যাচ্ছে,মেবিন সেদিকে তাকিয়ে বলল,সত্যি সুন্দর কিন্ত তুমি ইদানীংকাল খুব ফাজিল হয়ে যাচ্ছো।
নিলয় বলল,কি রকম ফাজিল,মেবিন হাহা করে হেসে উঠলো তারপর বলল,ঐ সবুজ অরণ্য আমাদের সাথে কক্সবাজার যাচ্ছে বলে আবার হাসলো।
নিলয় মেবিনের একটু চোয়াল টেনে বলল,বুঝলাম কাক পাখি তবে খারাপ বলেছি কি?মেবিন বলল,মোটেও না একটুও খারাপ বলোনি তবে জানো আমি মা"কে তোমার কথা সব বলেছি, মা তোমাকে নিয়ে যেতে বলেছে আমাদের বাড়ি,এবার কক্সবাজার থেকে ঘুরে এসে তোমাকে নিয়ে যাবো আমাদের বাড়ি।
নিলয় মনে মনে খুশি হলো আবার ভয়ও পেলো,মেবিনের মা যদি পছন্দ না করে তাকে দেখে,তখন কি হবে নিলয় যখন মনে মনে ভাবছে কথা গুলো তখন মেবিন বলল,কি ভাবছো চুপচাপ,মেবিন বলল,নিলয় জানো শীত শীত লাগছে এখন,নিলয় মেবিনকে আরো কাছে টেনে নিয়ে বলল,আমাকে জড়িয়ে ধরে বসো তাহলে শীত চলে যাবে,মেবিন বলল,খুব দুষ্ট হয়ে গেছো ইদানীং তাই না!তখন ট্রেন দুর্বার গতিতে ছুটছে কক্সবাজার অভিমুখে।


চলবে....

শামীমা আহমেদ /পর্ব ৫২




শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৫২)
শামীমা আহমেদ 

খুব সকাল সকালই রাহাত অফিসের উদ্দেশ্যে  বেরিয়ে গেলো। যাবার সময় চোখের ভাষায় শায়লাকে বুঝিয়ে গেলো আজ অফিসে গিয়েই শিহাব ভাইয়ার সাথে কথা বলবে।শায়লা একটা মিষ্টি হাসি দিয়ে স্বস্তির সম্মতি প্রকাশ ঘটালো।ডাইনিংয়ে মায়ের সাথে শায়লা নাস্তা সেরে নিলো।মায়ের অভিব্যক্তিতে বেশ বুঝা যায় মনের ভেতর  অনেক প্রশ্ন জমা।কিন্তু শায়লার কাছে তার কিছুই জানতে চাইল না। শায়লাও আগ বাড়িয়ে কিছুই বলছে না।সবকিছু রাহাত, শিহাব আর সময়ের উপর ছেড়ে দিয়েছে।  শিহাব তাকে বিশ্বাস রাখতে বলেছে আর রাহাত তাকে আস্বস্ত করেছে।এখন সময়ই সব ফায়সালা করবে।
শায়লা পারতপক্ষে মায়ের মুখোমুখি হয় না।পাছে মা আবার কি শুনতে কি শুনবে, বয়স হয়েছে, এতটা কঠিন সিদ্ধান্ত মা মানতে পারবে কিনা আর এর সাথে তো রুহি খালাকে মোকাবেল করাও বিশাল এক  ভাবনার ব্যাপার!
দরজায় কলিংবেল হলো।শায়লা এগিয়ে গেলো।বুয়ার আগমন।পেছনে ইন্টারনেট বিল নেয়ার জন্য ছেলেটি দাঁড়িয়ে। ছেলেটির নাম মাসুদ।প্রতিমাসেই বিল নিয়ে যায়। খুবই ভদ্র গোছের ছেলেটি,স্কুল পড়ুয়া বয়সী,তবুও এই বয়সে কাজ করছে।বুঝা যায় ভালো ঘরের সন্তান নিশ্চয়ই অর্থাভাবে এই কাজ করা।শায়লা ঘরে গেলো বিলের টাকা আনতে।ফিরতেই এরই মাঝে রুহি খালার প্রবেশ ঘটলো।তাকে ঠেকাবার সাধ্য কার? অবশ্য শায়লারা কখনোই সেটা চায় না।ভাড়াটিয়া হলেও খুবই বিপদের আপনজন এই রুহি খালা।
শায়লা বেশ বুঝতে পারছে আগমনের হেতু! চোখে মুখে রাজ্যের প্রশ্নের ভীড়।মাকে তো আগে থেকেই সতর্ক করা আছে। দুজনেই ডাইনিং টেবিলে বসলো।মনে হচ্ছে দ্বিপাক্ষিক কোন আলোচনা শুরু হবে!কাজের বুয়া মরিয়মের মায়ের ঘর ঝাঁট দেয়া চলছে। কেমন আছো মরিয়মের মা? ডাইনিং এ আসতেই রুহি খালার জিজ্ঞাসার  জবাবে কথার তুবরী ছুটলো যেন! এক সেকেন্ড মনে হয় দশটা কথা বলে ফেলে!
--কেরুম আর থাকুম খালা? গরীবের ঘরে মাইয়া হইলো গলার কাঁটা গিলাও যায় না বাইরও করন না। পোলা পোলা কইরা চাইর চাইরটা মাইয়া হইছে।এই শেষ বয়সের পোলা কবে বড় হইব,সংসারের হাল ধরব? বড় মাইয়াডা ডাঙ্গর হইতেই বস্তির মালিকের পোলার জ্বালায় রাহন যাইতে ছিল না। তাড়াহুড়া কইরা বিয়া দিলাম।জামাই সিএনজি চালায়।বছর ঘুরতেই বাচ্চা পেডে।এহন শুনি জামাইয়ের আগে একটা বিয়ে আছে। সেহানে দুইখান পোলাপান। আমার মাইয়া আর তার সংসার করবো না।আইয়া পড়ছে।
ঘরে এত খাওনের মুখ,আবার নতুন আরেকজন লইয়া আইলো।স্বামী  রিকশা চালায়া আর কয় ট্যাকা আনে? আপনেগো বড়লোকের ঘরে মাইয়া বিয়া না দিলেও ক্ষতি নাই, বিয়া দিলেও বাপের বাড়ি থাকার কোন অসুবিধা নাই।আমগো হইছে পুড়া কপাল।মরিয়মের মায়ের বিশাল এক লেকচার গিলতে হলো সবাইকে।যদিও এর প্রতিটি বর্ণই বুকের ভেতর কষ্ট থেকে বেরিয়ে আসা।শায়লা বুঝে নিলো বিয়ের পর সেওতো বাপের বাড়ি থাকছে এটাও তো একটা চিন্তার বিষয়। মরিয়মের মা রান্নাঘরে ব্যস্ত হলো। এবার রুহি খালা মুখ খুললেন।যা সে মনের ভেতর বহন করে এনেছেন।তবে তা যে শায়লার জন্য সুখকর কিছু নয় তা শায়লা বুঝতে পেরেছে।সেদিন শায়লাকে শিহাবের বাইক থেকে নেমে আসাটাতো সে সহজভাবে নেবেনা যেখানে তার সকল তত্ত্বাবধানেই শায়লার বিয়ে হয়েছে।রুহি খালা শায়লার মাকে খুবই সম্মান করে।তাই বেশিকিছু বলে ঘাটালো না।শুধু জানালো এই মাসের পঁচিশ তারিখে নোমান সাহেব দেশে আসছেন।দশদিন থাকবেন।শায়লার যাবতীয় কেনাকাটা গোছগাছ করে তিনি নিজের সাথে করে নিয়ে যাবেন।শায়লা যেন নোমান বাবাজির সাথে কথা বলে।বছর ঘুইরা আসলো বিয়ার। নিজের সংসারে যাওয়াতো উচিত।কথাগুলো বলেই রুহি খালা বিদায় নিলো।শায়লা দুশ্চিন্তায় পড়ে গেলো তবে ভেঙে পড়লো না।রাহাত আর শিহাব শায়লার অনেক মনোবল বাড়িয়ে দিয়েছে।শায়লা হিসেব করে নিলো আজ পাঁচ তারিখ পঁচিশ হতে আর বিশ দিন।শায়লা মোটেও ভীত নয়।
শিহাবকে একটা কল দিতে হবে।কাল রাতে যে অবস্থা করেছিল সে!! শায়লা হাত বাড়িয়ে মোবাইলটা কাছে আনলো।

একটা দারুন ঘুম দিয়ে  বেশ এক সুখকর অনুভুতিতে শিহাবের ঘুম ভাঙল। মন থেকে সব কালো মেঘ সরে গেছে। শায়লা তাকে মনের শক্তি যুগিয়েছে।আহ! শায়লা, আমার জীবনে তুমি না এলে আমি বোধহয় বাঁচতেই পারতাম না। শিহাব চোখ মেলেই মোবাইলে শায়লার ছবিটা অনেকক্ষন তাকিয়ে দেখলো। নিবিষ্ট মনে শায়লার মেরুন রঙা ঠোঁটের দিকে তাকিয়ে রইল।শায়লার ঠোঁটেই যেন তার সব আবেদন জমা হয়ে আছে আর কাজল কালো চোখ দুটোই যেন কতকালের তৃষ্ণা। হঠাৎই শিহাবের দৃষ্টিভ্রমে ছবির শায়লা যেন কথা কয়ে উঠলো!
কি দেখছো অমন করে?
শিহাব চমকে গেলো!!৷ নিমেষেই মুচকি হেসে বললো,
তোমাকে,,
আমাকে এত দেখার কি আছে?
বাহ! তুমিই তো ছবিটা পাঠিয়েছো দেখবার জন্যে,আমি দেখবো না?
ও, আমি পাঠিয়েছি বলেই দেখছো? নয়তো....ঠিকাছে ছবি ফেরত পাঠিয়ে দাও।
শিহাবের এবারের মনোকথন যেন আহ্লাদে বলে উঠলো,শায়লা, তুমি ছবি না পাঠালেও তোমার মুখটা সর্বক্ষণ আমার মনের ভেতরে গাঁথা। যতক্ষন জেগে থাকি প্রতিটাক্ষণ দিব্যদৃষ্টিতে তোমায় দেখি। ঘুমকেও দূরে ঠেলে রাখি তোমায় ভাববো বলে। যখন দীর্ঘক্ষণ বাইক চালাই সামনে হয়তো পথ দেখে চলছি কিন্তু আমার মনের আয়নায় পুরোটাই  তুমি,মনে হয় তুমি আমার সাথেই চলছো,আমার পেছনেই বসে,আলতো করে আমায় ছুঁয়ে আছো।তোমার অনুভুতি আমার বাইকটাকে উড়িয়ে নেয় পঙখীরাজ ঘোড়ার মত।নিজেকে মনে হয় স্বপ্নপুরীর ঘোড়সাওয়ার আর দৈত্যবন্দিনীর কাছ থেকে ছিনিয়ে আনা তুমি আমার রাজনন্দিনী! আহ! শায়লা কেমন করে তুমি আমার হলে?
সে এক বিস্ময়!
আমার ঘুম ভাঙানিয়া! আমার কৃষ্ণ যামিনী!

এমনই সুখের ভাবনায় ডুবে থাকলেও  শিহাব আচমকা শায়লার কড়া শাসনের মাঝে  পড়লো! যেন ট্রাফিক সার্জেন্ট  আইন ভাঙার অপরাধে থামিয়ে দিচ্ছে!সহসাই শায়লার কল এলো।
--ঘুম থেকে কি জেগেছো রাজকুমার?আজ অফিসে যেতে হবে না?
আহ! শায়লার এমন বেরসিক প্রশ্নে শিহাবের সম্মোহনী অনুভবটা ছুটে গেলো! নাহ! এরা প্রেমিকা থাকাকালীনই ভালো থাকে, বউ বউ ভাব  হলেই যত আনরোমান্টিক হয়ে যায়।তবে শিহাব খুব গোপনে  সিদ্ধান্ত নিলো  শায়লার জন্য চিরকালই সে রোমান্টিক মুডে থাকবে। 
---হ্যাঁ,এইতো উঠছি।শিহাবের জবাব।আর যাচ্ছি বাবা অফিসে যাচ্ছি। আর শুনে রাখো নন্দিনী, অফিসটা কিন্তু আমারই,কারো অফিসে কিন্তু আমি চাকর নই,আমার যখন ইচ্ছা আমি যাবো,,বুঝলেন ম্যাডাম!! বলেই শিহাব, ওকে,বাই বলেই ওয়াশরুমের এমারজেন্সি কলে এক ভোঁ দৌড় দিলো!
অফিসের জন্য তৈরি হয়ে  শিহাব শায়লাকে মেসেজ পাঠালো,শায়লা,তুমি আমার ফিরে পাওয়া চাঁদ।তুমি আমার মায়া ধরানো নিশুতি রাত!খুব ভালো থেকো।
আহ! জরুরি কথাটাই তো লেখা হলোনা, শিহাব আবার মোবাইল  অন করলো,লিখলো,
তোমাকে নিয়ে  শুক্রবার জিগাতলায়  যাচ্ছি,রাহাত আর মায়ের অনুমতি নিয়ে রেখো। বাই।
মূহুর্তেই শায়লার কাছে মেসেজ পৌঁছে গেলো।শায়লা মেসেজ দেখে মিটিমিটি হাসলো।কোন রিপ্লাই দিলো না, নয়তো অফিস যেতে দেরি হয়ে যাবে।শায়লার চোখে কল্পনায় সে শিহাবকে ভেবে নিলো। নিশ্চয়ই সকালের ফ্রেশ লুকে শিহাবকে অপূর্ব লাগছে।আর সানগ্লাস লাগিয়ে যখন বাইক চালাবে কত মেয়ে যে হিংসায় জ্বলে পুড়ে মরবে। পরক্ষণেই শায়লা ভাবলো, আচ্ছা আজ  একটা ছবি চাইবো। নয়তো বলবো, অফিসেই একটা সেল্ফি তুলে পাঠাও!
শায়লার ছেলেমানুষিতে সে নিজেই হেসে পরক্ষনেই  ম্রিয়মাণ হয়ে গেলো।এত সুখ এত স্বপ্ন কি আমার জীবনে সত্য হয়ে ধরা দেবে? শায়লার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো।
লাঞ্চের আগে আগেই রাহাত শিহাবকে কল দিলো।এ নিয়ে প্রায় অনেকদিনই কথা হলো শিহাবের সাথে কিন্তু দুজনার আজো দেখা হয়নি।কী অদ্ভুত এক যোগাযোগ। তবে যাই হোক শিহাবকে কিন্তু রাহাতের বেশ ভালো লেগেছে। শুধু আফসোস হয়  আর কিছুদিন আগে কেন আপনি আপুর জীবনে এলেন না?
কেন পরিচয়টা হতে এত দেরি হয়ে গেলো।কিন্তু তবুও মন্দের ভালো যে,আপু এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছে।চিরকালইতো ইন্ট্রোভার্ট টাইপের আপু।
শিহাবের সাথে রাহাতের কথা হলো।দুজনেই মার্জিত আর ভদ্রতা প্রকাশে চূড়ান্ত দেখালো।দুজনার মনে একটি কমন বিষয় শায়লা।শায়লাকে সম্মান জানাতে শিহাবের সর্বোচ্চ চেষ্টা আর  আপুকে খুশি করতে যেন রাহাতের প্রানান্তকর ইচ্ছা।
শিহাব জানালো পরশুদিন শুক্রবার তোমার আর মায়ের অনুমতি মিললে আমি শায়লাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই।শায়লার কাছে জেনেছো কিনা আমার চার বছরের একটি ছেলে আছে নাম আরাফ।
রাহাত অকপটেই জানালো, হ্যাঁ,আপুর কাছে জেনেছি।
শিহাব বলে চললো, শায়লাকে আমার বাবা,মা, ভাবী আর আমার  আরাফ বাবুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।যদি এতে না তোমাদের কোন আপত্তি থাকে।আর শায়লাই আরাফের মা,আমি আমার ছেলেকে সেটাই জানাবো। আরাফ সারাজীবন শায়লার কাছে মায়ের আদর পাবে আমার শুধু এটাই চাওয়া।
শিহাবের কথা খুবই স্পষ্ট এবং গোছানো। রাহাতের খুবই ভালো লাগে।তাইতো শিহাবকে দেখার জন্য রাহাতও বেশ উদগ্রীব হয়ে উঠলো!  
শিহাব জানালো,নিশ্চয়ই দেখা করবো।আমারতো একই এলাকায় থাকি।তুমি চাইলে যে কোনদিন সন্ধ্যার পর আমি তোমার সাথে দেখা করতে পারি।রাহাত এবার একেবারে পুরোপুরিই শিহাবের ভক্ত অনুরক্ত হয়ে গেলো।দুজনেরই সিদ্ধান্ত হলো বৃহস্পতিবার রাতে দেখা হচ্ছে।জায়গাটা পরে শিহাব জানিয়ে দিবে। 
চমৎকার একজন মানুষ আমাদের পরিবারের একজন হয়ে উঠছেন! রাহাত খুবই আনন্দিত হয়ে উঠলো! আপুর কাছে শুনেছে সে দেখতেও নাকি সালমানখানের জুরুয়া ভাই!! রাহাত মনে মনে পুলকিত হলো বেশ! সে শিহাবের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের কাজে মনযোগী হলো।ওপ্রান্তে
শিহাব ফোন রাখতেই রিশতিনার রাতের সেই নম্বরটা থেকে কল এলো। হয়তো গুলশানে সে শিহাবেরই অপেক্ষায়। শিহাব কিছুটা কি যেন ভেবে নিয়ে রিশতিনার কলটা রিসিভ করলো ।


চলবে....