প্রেম বিলাস
রাবেয়া সুলতানা
একখন্ড নির্মোহ নির্ভেজাল প্রেমের তেষ্টা
হৃদয়ে ভীষনভাবে ঘন্টা বাজিয়ে চলে,
প্রেম বিলাসি এ তনুমনে ক্ষণেক্ষণে।
বসন্তে মাতাল আমি,
লিখি যতো অব্যক্ত পদাবলী ;
মুখ আর মুখোশের আড়ালে চলে
প্রেম-অপ্রেমের দিশাহীন টানাটানি।
প্রতিটি জীবনই অপূর্নতায় পূর্ন,
পরতে পরতে সাজানো চৈত্রের দহন ;
ভোগের লীলায় মত্ত বহুরুপীজন।
গোধূলির মায়ায় সাজানো উদ্যানে মিশে যাওয়া
আমার জন্ম জন্মান্তরের অভিলাষ।
চরম ব্যাকুলতায় ভালোবাসার নীলবেদনায়,
দূরে চলে যাওয়াও কল্পনাহীন প্রেম বিলাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much