১১ জানুয়ারী ২০২২

কবি রাজেশ কবিরাজ এর কবিতা




আবার তুমি 
রাজেশ কবিরাজ

আজ এই সন্ধ্যার আঁধারে, আমি  যদি  আবার
দেখতে পাই তোমারে সেই পুরাতন গলিটির ধারে ;
তুমি কি আবার চলে যাবে ! সেই  প্রথম -
দেখা হওয়ার মতো না-দেখার অভিনয়  করে ?

তুমি কি দেখবে না আমায় ? এই সন্ধ্যার কুয়াশায় !
একদিন আমি দাঁড়িয়ে ছিলাম এই রাস্তায় তোমার
আশায় । তুমি আসতে অনেকটা পথ  অতিক্রম -
করে, তোমাকে দেখে আমার দু-চোখ যেত  ভরে ।

হয়তো যদি আমি কোনদিন কোন রাতে দেখি
তোমায় স্বপ্নে আবার ! সেই দিন যদি আবার -
মন চায় তোমায় কাছে পাবার ! সেদিনও 
কি  তুমি চলে যাবে, শুনবে'না কথা  আমার ?!

আমার যে কথা ছিল মনে, হয়তো পড়ে  রবে
এই গলিটির কোণে ! এত ভালোবাসার পরও তুমি -
চিনতে পারোনি আমারে,তবুও তোমারে  রাখবো
আমার এই অন্তরে ; দেখব হাজার বছর  ধ'রে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much