১১ জানুয়ারী ২০২২

কবি মনোয়ারুল ইসলাম এর কবিতা




গেরিলা
মনোয়ারুল ইসলাম 


আঁধারের বুক চিরে  দূর পাল্লার ট্রেন
ঝিক-ঝাক, ঝিক-ঝাক
চলে ট্রেন সাথে যায় প্রকৃতি
জানালায় মুখ রাখে উদাস যুবক । 

দৃষ্টির প্রান্তরে
কাশবন, বাঁশঝাড় 
শীর্ণ নদী, ফসলের মাঠ
হয়ে যায় 
গেরিলা যুদ্ধের স্বর্গ ভূমি ।

আকাশের চাঁদ 
প্রেয়সীর চাঁদ মুখ
রণাঙ্গনে মৃত্যুতে ঢলে পড়া 
সহযোদ্ধা ......
দূর আকাশে জ্বল জ্বল করে জ্বলে
দূর নক্ষত্র ।

মেঘ গুর গুর চমকানো বিদ্যুৎ 
ঝলসে উঠা বিমান বিধ্বংসী কামান
দূরে কোথাও বাজ পড়ে 
শব্দে 
সশব্দে ফেটে পড়া মর্টারের  শেল ।

দূর পাল্লার ট্রেন চলে 
ঝিক ঝাক, ঝিক-ঝাক
শব্দে শব্দ মিলে 
হয়ে যায় 
যুদ্ধ-যুদ্ধ
বিপ্লব বিপ্লব
উদাস যাত্রী যুবক 
ফিরে যায়
ছেড়ে আসা রণাঙ্গনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much