পোস্টগুলি

মার্চ ৩১, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি মো:সেলিম মিয়া'র কবিতা "মা জননী"

ছবি
মা জননী মো: সেলিম মিয়া  মা জননী নয়নের মণি  সত্যি যেনো ভাই,  মায়ের মতো সত্যি আপন  ত্রিভুবনে নাই।  শিশু কালে দুগ্ধ পানে কান্না ভুলন স্মৃতি,  মায়ের কোলেই কাপড় নষ্ট  খাওয়ার ছলে রীতি।  ধৈর্য্য মায়ের অসীম সীমা কষ্টের নিস্তার নাই, মা জননী থাকেন বেঁচে  সন্তান সুখে তাই।  সকল সুখ বিলিন করে সন্তান সুখে কাতর,  এমন মা বেঁচে থাকুন স্বর্গ সুখে যতন। শিশু কালে হাতটি ধরে হাঁটার সাহস স্মৃতি,  মায়ের মতো মা জননী থাকতে নাহি ভীতি! হাপুস গুপুস দুধ মাখা ভাত  খাইতে যতো বায়না,   গল্পের ছলে খাইয়ে দিতেন  ভুলিয়ে দিয়ে গয়না।   সন্তান এখন মানুষ হয়ে গাড়ি হাঁকিয়ে ছুটে,  মায়ের খোঁজ নেবার মতো  নাহি সময় জুটে! মানুষ নামের কুলাঙ্গার কিছু   মস্ত শিক্ষিত লোক,  এমন সন্তান ধিক্কার জানাই জাতি সুশিক্ষিত হোক। সকল মা বেঁচে থাকুক সারাজীবন ভর,  এমন স্মৃতি না হয় যেনো মা জননী পর! মায়ের মুখে হাসি ফুটোক জন্ম জন্মান্তর!!!