পোস্টগুলি

মার্চ ১৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস টানাপোড়েন ২০৫

ছবি
উপন্যাস  টানাপোড়েন ২০৫ মনোজের টেনশন মমতা রায়চৌধুরী কাল  সকাল সকাল স্কুলে যেতে হবে ওখান থেকে কলেজের অনুষ্ঠান ,তাই খামোখা মেজাজ বিগড়ে লাভ নেই ।শান্ত মনে ঘুমোতে যেতে হবে। তবে একটা কথা ঠিক এরা যত আমার সাথে লড়াই করবে আমার উপন্যাসের চরিত্র ততবেশি কার্যকরী হবে, কাহিনীর ঘনঘটা থাকবে । এ রা বুঝতেই পারছে না ,আখেরে আমারই লাভ হচ্ছে। তবুও এত তীর্যক বাক্যবাণ সত্যি বুকে বিঁধে যায়। কালবৈশাখী ঝড় দেখে তো প্রথমে ভয়ই লাগে এরপরই তো পৃথিবীতে বৃষ্টির ঝরনা হয়ে নেমে আসে। পৃথিবী শস্য-শ্যামলা হয়ে ওঠে , ধরিত্রীবাসী ও স্বস্তির নিঃশ্বাস ফেলে তীব্র দাব, দগ্ধ থেকে। তাই রেখা ভাবল না ভয় নয়, বরং ধৈর্য ধরতে হবে। "ওরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে"। "আমাকে  সান্তনা দেবার একটাই পথ যে পৃথিবীতে সব মানুষ সমান হয় না। ধৈর্য ধরতে হবে ফল নিশ্চয়ই পাওয়া যাবে। "ধৈর্য ধরো রেখা, ধৈর্য ধরো। মা বলতেন "সবসময় সৎপথে থাকবি সঠিক কর্ম করবি, দুঃখ বেশি আসবে, কিন্তু লাভ তোরই হবে?" এসব ভাবতে ভাবতেই আলমারিটা গুছাচ্ছিল  আর মনোজ এর উপর খুব রাগ হচ্ছিল। মনোজ আলমারি থেকে যে জিনিসটা নেবে সেট

সত্যের পথে ব্যথা

ছবি
সত্যের পথে ব্যথা দেবব্রত সরকার দুঃখ গুলোকে টাঙিয়ে রেখেছি গঙ্গানদীর তীরে তোমার মুখেতে শেষবার আমি দুঃখ দিয়েছি তুলে  তোমাকে তাকিয়ে দেখছে তখন হাজার মানুষ ঘিরে আমি হাড়গুর ভেঙে লুটিয়ে রয়েছি শয়্যার স্কুলে সকলের মাঝে চেয়ে তুমি ছিলে আকাশের দিকে একা  আমার বুকের মাঝেই তোমার মুখটা ভিজিয়ে রাখা কতবার তুমি ছুট্টে গিয়েছ নিজেকে বিকিয়ে দিয়ে কষ্টগুলো সাজিয়ে গোপনে হেসে গেছ সম্মুখে দেখা  কেঁদেছ কষ্টে বুঝতে দাওনি একাই নিয়েছ শোয়ে এটাই তোমার চুপচাপ থেকে নিয়তির ঘরে বাসা সত্যের জোয়ারে তোমার দর্শন আমার হৃদয়ে বয়ে ফিরে এসো তুমি আবার জুড়াবো তোমার কোলেতে মাথা 

কবি দেবব্রত সরকারের কবিতা

ছবি
  হলুদ প্রেম প্রীতি দেবব্রত সরকার হলুদ রঙের জামা ছুঁয়ে আছে রোদ চোখের পলকে তুমি নিলে প্রতিশোধ আকাশ কখন থেকে চেয়ে আছে একা দেখেছো তোমার হৃদে প্রেম প্রীতি লেখা এসব আপন করে নিতে পারো যদি যেমন মনের আশা চোখে টল নদী হারিয়ে সবটা গেলো আজ ভাবা হলে পাবার এমন কিছু নেই কেন বলে  চোখের সামনে থেকে দূরে চলে গেলে মনের পর্দায় দেখা তুমি চলে এলে অবাক করেছে মন স্নেহবাসা দিয়ে তোমার চোখের জল বুক যায় নিয়ে এটাই আমার শেষ ভালোবাসা স্মৃতি অনেকে ভরসা করি রেখে প্রেম প্রীতি। কপিরাইট কবি দেবব্রত সরকার এর কবিতা