হলুদ প্রেম প্রীতি
দেবব্রত সরকার
হলুদ রঙের জামা ছুঁয়ে আছে রোদ
চোখের পলকে তুমি নিলে প্রতিশোধ
আকাশ কখন থেকে চেয়ে আছে একা
দেখেছো তোমার হৃদে প্রেম প্রীতি লেখা
এসব আপন করে নিতে পারো যদি
যেমন মনের আশা চোখে টল নদী
হারিয়ে সবটা গেলো আজ ভাবা হলে
পাবার এমন কিছু নেই কেন বলে
চোখের সামনে থেকে দূরে চলে গেলে
মনের পর্দায় দেখা তুমি চলে এলে
অবাক করেছে মন স্নেহবাসা দিয়ে
তোমার চোখের জল বুক যায় নিয়ে
এটাই আমার শেষ ভালোবাসা স্মৃতি
অনেকে ভরসা করি রেখে প্রেম প্রীতি।
কপিরাইট কবি দেবব্রত সরকার এর কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much