১৬ মার্চ ২০২৪

সত্যের পথে ব্যথা

সত্যের পথে ব্যথা
দেবব্রত সরকার

দুঃখ গুলোকে টাঙিয়ে রেখেছি গঙ্গানদীর তীরে
তোমার মুখেতে শেষবার আমি দুঃখ দিয়েছি তুলে 
তোমাকে তাকিয়ে দেখছে তখন হাজার মানুষ ঘিরে
আমি হাড়গুর ভেঙে লুটিয়ে রয়েছি শয়্যার স্কুলে

সকলের মাঝে চেয়ে তুমি ছিলে আকাশের দিকে একা 
আমার বুকের মাঝেই তোমার মুখটা ভিজিয়ে রাখা
কতবার তুমি ছুট্টে গিয়েছ নিজেকে বিকিয়ে দিয়ে
কষ্টগুলো সাজিয়ে গোপনে হেসে গেছ সম্মুখে দেখা 

কেঁদেছ কষ্টে বুঝতে দাওনি একাই নিয়েছ শোয়ে
এটাই তোমার চুপচাপ থেকে নিয়তির ঘরে বাসা
সত্যের জোয়ারে তোমার দর্শন আমার হৃদয়ে বয়ে
ফিরে এসো তুমি আবার জুড়াবো তোমার কোলেতে মাথা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much