পোস্টগুলি

মে ৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭০

ছবি
উপন্যাস   টানাপোড়েন ১৭০ নববর্ষের নবদ্যুতি মমতা রায়চৌধুরী "আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে..…।' রেখা আজকে মন খুলে গান গাইছে ভোর চারটায় উঠে। ফ্রেশ হয়ে আগে গোপালকে ভোগ নিবেদন করলো। তারপর চা, জলখাবার বানিয়ে ফেলল। মিলি আর ওর বাচ্চাদের ও খাবার বানিয়ে ফেলল তার পরে  আজকের নিজেদের খাবার বানানোর সময় হবে না ।গতকাল তো কথা হয়েই গেছিল মনোজের সঙ্গে।মনোজ বলেছিল ' নববর্ষে আমরা' বাইরের খাবার খাব।' এক হিসেবে ভালোই হয়েছে ভোর ছয়টা থেকে প্রোগ্রাম শুরু' নারীশক্তি বাহিনীর' ।প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো  হয় । রেখা প্রতিবারই ডিনাই করেছে কিন্তু এবছর একদম নাছোড়বান্দা দুর্গা ।যেতেই হবে। আর সত্যিই তো আর কতবার প্রত্যাখ্যান করা যায় এবার যে করেই হোক যেতেই হবে। তাই কোমর বেঁধে কাজকর্ম সেরে নিয়েছে ।তারপর মাসি এসে যা পারে করবে । মনোজকে ডাকতেই বলল 'আমি এখন ঘুমাবো আমাকে ডেকো না ।' রেখা বলল 'বাহ বেশ তোমাকে আমি নববর্ষের উস করে  বেরিয়ে যাচ্ছি ।ঠিক আছে ।" রেখা কাছে গিয়ে মনোজের কপালে চুম্বন করল মিষ্টি উষ্ণতায় ভরিয়ে দি

কবি সানি সরকার এর কবিতা "সত্যি"

ছবি
সত্যি সানি সরকার মেঘ কেটে গেছে এখন মুগ্ধতা ব্যতীত কোনো গন্ধ নেই এখন এই সন্ধ্যেবেলা                   আমার চড়ুই পাখিটির কাছে যাবো এই জ্যোতির্মণ্ডলের মতন সত্যি চড়ুই কোল পেতে আছে                ঠোঁট পেতে আছে সূর্যের মতন সত্যি তীব্র রশ্মি চাঁদের মতন সত্যি অনন্ত উচ্ছ্বাস বায়ুর মতন সত্যি আলিঙ্গন                       জল ও মাটির ওপর হেঁটে যাওয়া তিথি, পাতাগুলি কত চিক্কন-সুমধুর                       রিদম তুলেছে শোনো

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "আমাদের ইরার কথা" 

ছবি
আমাদের ইরার কথা  আমিনা তাবাসসুম   অনেকটা সময় পেরিয়ে গেলে          সতর্কতা আসে পা বাড়ানোর আগে অথচ কী অবলীলায় এই উদ্ভিদ তোমার কথা বলে আকাশ তোমার কথা বলে এবং যে মেঘ প্রতিদিন বয়ঃজ্যোষ্ঠ হয় হুমড়ি খায়, এগিয়ে চলে তার চোখ তোমার কথা বলে আমাদের নাভির থেকে উঠে আসে প্রেম ঈশ্বর দৃষ্টি ফেরান না সবকিছু দেখেন এবং খুব গোপনে গোপনে রেখে যান আমাদের ইরা'কে এখন কি আর ফেরার পথ থাকতে পারে

কবি তরুণ কুমার পাল এর কাবিতা "বল কবিতা সই"

ছবি
বল কবিতা সই তরুণ কুমার পাল ওরে আয়রে কবিতা,তুই যে আমার মনের মিতা- তুই সেই কবিতা, বক্ষে বহাস দুঃখ নদী- খরস্রোতা-  প্রেয়সী কবিতা, তুই এ প্রানে -মুগ্ধ প্রেমের বিহ্বলতা- অভিমানী কবিতা, তুই তো আমার বিরহ ব্যথা, ব্যাকুলতা- ও কবিতা, তুইই প্রথম শুনিয়েছিস, বসন্তে কুহু কথা, আজ তুই সেই কবিতা,এক একাকী জীবনে নীরবতা। ওগো সই কবিতা,বক্ষে তোর অনেক ভাষা শব্দে হাঁটা- তুইতো সেই কবিতা, সুরে তালে এক গান হয়ে যাস-   গদ্যে,ছন্দে মধুর আভাস, কখনো হৃদে বিষের কাঁটা। বল কবিতা,বক্ষে তোর এতো কষ্ট কেন- সেই কথাটা! হঠাৎ করে, সে কেমনে হৃদয় ভাঙে- এবার বল কবিতা! কেউ না বোঝে, তুই তো বুঝিস- এ ব্যর্থ প্রেমের যন্ত্রণাটা ?

কবি মৃধা আলাউদ্দিন এর কবিতা "লোকটা"

ছবি
লোকটা মৃধা আলাউদ্দিন চুল-দাড়িতে লোকটারে ভাই যায় না মোটে চেনা লোকটারে কেউ ক্ষুর-কাঁচি আর আয়না এনে দেনা। দিনের বেলা ঘুমাই লোকটা, রাতে শুধু হাটে খাইতে বসে ঠিক যখনি সূর্য নামে পাটে। লোকটা আমার কেউ ছিলো না, মামার মামা, হরিপদোর কাকা আর কিছু না, লাগতো ভালো লোকটার ভাই দেশের ছবি আঁকা।