সত্যি
সানি সরকার
মেঘ কেটে গেছে
এখন মুগ্ধতা ব্যতীত কোনো গন্ধ নেই
এখন এই সন্ধ্যেবেলা
আমার চড়ুই পাখিটির কাছে যাবো
এই জ্যোতির্মণ্ডলের মতন সত্যি চড়ুই
কোল পেতে আছে
ঠোঁট পেতে আছে
সূর্যের মতন সত্যি তীব্র রশ্মি
চাঁদের মতন সত্যি অনন্ত উচ্ছ্বাস
বায়ুর মতন সত্যি আলিঙ্গন
জল ও মাটির ওপর হেঁটে যাওয়া
তিথি, পাতাগুলি কত চিক্কন-সুমধুর
রিদম তুলেছে শোনো
চাঁ, সূর্য,বাতাসের অনুষঙ্গ ভালো লাগল !
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅসামান্য লেখা সানি। শুভেচ্ছা।
উত্তরমুছুনঅসামান্য লেখা সানি। শুভেচ্ছা
উত্তরমুছুন