০৬ মে ২০২২

কবি সানি সরকার এর কবিতা "সত্যি"




সত্যি
সানি সরকার



মেঘ কেটে গেছে
এখন মুগ্ধতা ব্যতীত কোনো গন্ধ নেই
এখন এই সন্ধ্যেবেলা
                  আমার চড়ুই পাখিটির কাছে যাবো

এই জ্যোতির্মণ্ডলের মতন সত্যি চড়ুই

কোল পেতে আছে
               ঠোঁট পেতে আছে

সূর্যের মতন সত্যি তীব্র রশ্মি
চাঁদের মতন সত্যি অনন্ত উচ্ছ্বাস
বায়ুর মতন সত্যি আলিঙ্গন
                      জল ও মাটির ওপর হেঁটে যাওয়া

তিথি, পাতাগুলি কত চিক্কন-সুমধুর
                      রিদম তুলেছে শোনো

৬টি মন্তব্য:

thank you so much