০৬ মে ২০২২

কবি মৃধা আলাউদ্দিন এর কবিতা "লোকটা"




লোকটা
মৃধা আলাউদ্দিন



চুল-দাড়িতে লোকটারে ভাই যায় না মোটে চেনা
লোকটারে কেউ ক্ষুর-কাঁচি আর আয়না এনে দেনা।
দিনের বেলা ঘুমাই লোকটা, রাতে শুধু হাটে
খাইতে বসে ঠিক যখনি সূর্য নামে পাটে।
লোকটা আমার কেউ ছিলো না, মামার মামা, হরিপদোর কাকা
আর কিছু না, লাগতো ভালো লোকটার ভাই দেশের ছবি আঁকা।

1 টি মন্তব্য:

  1. মৃদা আলাউদ্দিন এর কবিতা আমার সবসময় ভালো লাগে।মুগ্ধতার সঙ্গে পাঠ করে ঋদ্ধ হই।এটাও তার ব্যতিক্রম নয়।

    উত্তরমুছুন

thank you so much