বসন্তের বাসন্তী
দেবব্রত সরকার
বেশ সুন্দর ছবির ভেতর নিষ্পাপ মুহূর্তগুলো
দেখছিলাম খুঁজে খুঁজে
বেশ মিষ্টি লাগছে
তোমাকে
ভালোবাসার আতর মেখে কাজে ডুব দিলে
আমি বুকের ভেতর লুকিয়ে রাখবো প্রেম
তুমি খুঁজে খুঁজে নেবে
সমস্ত ক্লান্তি উজাড় করে
বুকের উপর বিছিয়ে দেবে কেশ
পারদ বাড়তে থাকল
তুমিও কখন কাছের থেকে মনে মন মিলিয়ে দিলে
আমাকে কেউ ফুল দেয়নি এখনো
নিশ্চয় তুমি দেবে
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
একদিন দেখা হবে ঠিক
তোমার গৃহ কাজে ডুব দেবার মত
আমিও ভালোবেসে যাবো নিষ্পাপ
সেইদিন বসন্তের শ্বাস শেষ হলেও
তুমি যেন আমাকে ফুল দিয়ে যেও 🌹